For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ডম্যান কোহলি, তবে এই তিন রেকর্ড ভাঙা বিরাটের পক্ষে কিন্তু বেশ কঠিন

চেজমাস্টার, রানমেশিন, রেকর্ডম্যান! কোহলি এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, তাতে যেকোনও বিশেষণই তাঁর জন্য কম পড়বে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়োইশো রানের ম্যারাথন ইনিংস খেলে আবার ব্র্যাডম্যানের কীর্তি

  • |
Google Oneindia Bengali News

চেজমাস্টার, রানমেশিন, রেকর্ডম্যান! কোহলি এই মুহূর্তে যে ফর্মে রয়েছেন, তাতে যেকোনও বিশেষণই তাঁর জন্য কম পড়বে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আড়োইশো রানের ম্যারাথন ইনিংস খেলে আবার ব্র্যাডম্যানের কীর্তি টপকে গিয়েছেন।অধিনায়ক হিসেবে টেস্টে কিংবদন্তি ডন ব্র্যাডম্যান অতীতে ৮টি দেড়শো প্লাস ইনিংস খেলেছিলেন। তাঁকে টপকে বিরাটের ঝুলিতে এখন নটি দেড়শো প্লাস ইনিংস।

এবার একনজরে দেখে নেওয়া যাক,আন্তর্জাতিক ক্রিকেটে কোন তিন রেকর্ড বিরাটের পক্ষে ভাঙা কঠিন

ওডিআইতে অর্ধশতরান

ওডিআইতে অর্ধশতরান

ওডিআই ক্রিকেটে বিরাটকে সম্রাট বলা হয়। বিরাটের পঞ্চাশ থেকে একশো রানের কনভার্সন রেট দারুণ। ২৩৯টি ওডিআই খেলে ৪৩টি সেঞ্চুরি ও ৫৪টি অর্ধশতরান করেছেন বিরাট। সেখানে ক্রিকেটঈশ্বর সচিন তেন্ডুলকরের সংগ্রহ ছিল ৪৯টি শতরান আর ৯৬টি অর্ধশতরান। সচিনের ওডিআই শতরানের থেকে বিরাট আর মাত্র ৬কদম দূরে থাকলেও অর্ধশতরানের কীর্তি থেকে কোহলি অনেকটা দূরে রয়েছেন। সেক্ষেত্রে এই রেকর্ড স্পর্শ করা কোহলির পক্ষে বেশ কঠিন হতে চলেছে।

টেস্টে শতরান

টেস্টে শতরান

৮১ টেস্ট শেষে কোহলির ঝুলিতে ২৬টি শতরান। ২০০টি টেস্ট ম্যাচ খেলে সচিন তেন্ডুলকর সেখানে ৫১টি শতরান করেছেন। বিরাটের বয়স এখন ৩০। কোহলিরা এখন যে রেটে ক্রিকেট খেলে, তাতে আরও চার বছর ক্রিকেট খেললেও ২০০টি টেস্ট খেলা বা ৫১টি শতরান ছোঁয়া বিরাটের পক্ষে বেশ কঠিন। যদিও নামটা যখন কোহলি, ফিটনেসে যিনি একনম্বরে, তাকে নিয়ে অবশ্য কোনও প্রেডিক্টশনই চলে না।

টেস্টে সর্বাধিক স্কোর

টেস্টে সর্বাধিক স্কোর

টেস্ট ক্রিকেটে সর্বাধিক রান হাঁকানোয় এক নম্বরে রয়েছেন ব্রায়ান চার্লস লারা। ২০০৪ সালে অ্যান্টিগায় ইংল্যান্ডের বিরুদ্ধে ৪০০* রান হাঁকিয়েছিলেন লারা। কোহলির পক্ষে সেই কীর্তি স্পর্শ করা কঠিন।

English summary
Virat Kohli will find difficult to break this records
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X