For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, পতৌদি ও ধোনিকে ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট, পাতৌদি ও ধোনিকে ছোঁয়ার হাতছানি কোহলির সামনে

  • |
Google Oneindia Bengali News

নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে ভারত। পাল্টা হিসেবে ওয়ান ডে সিরিজে ভারতকে হোয়াইটওয়াশ করেছে কিউয়িরা। এবার টেস্টে একে অপরকে চ্যালেঞ্জ জানাতে কোমর বাঁধছে টিম বিরাট কোহলি ও কেন উইলিয়ামসন শিবির। এই সিরিজেই সম্মানজনক রেকর্ডের মালিক হওয়ার সুযোগ পাবেন ভিকে।

ভারত বনাম নিউজিল্যান্ড

ভারত বনাম নিউজিল্যান্ড

আগামী ২১ জানুয়ারি ওয়েলিংটনের বেসিন রিজার্ভে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হচ্ছে ভারত। দুই দলের মধ্যে দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে ক্রাইস্টচার্চে। ২৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে ম্যাচ।

সিরিজ জিতবে কি ভারত

সিরিজ জিতবে কি ভারত

এই মুহর্তে বিশ্বের এক নম্বর টেস্ট দল ভারত। টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে এই প্রজন্মের অন্যতম সেরা হিসেবে দেখা হচ্ছে। একই সঙ্গে ব্যাট হাতে বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, অজিঙ্ক রাহানে, মায়াঙ্ক আগরওয়ালদের ফর্ম, টেস্ট ফর্ম্যাটে ভারতীয় ক্রিকেট দলকে অপ্রতিরোধ্য করে তুলেছে। অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারানো বিরাট কোহলি শিবির, নিউজল্যান্ডেও জিতে দেখাবেন বলে বিশ্বাস দেশের ক্রিকেট প্রেমীদের। তেমনটা হলে ভারতীয় লেজেন্ড তথা অধিনায়ক নবাব মনসুর আলি খান পাতৌদি ও মহেন্দ্র সিং ধোনিকে ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি।

ধোনি ও পতৌদির নজির

ধোনি ও পতৌদির নজির

ভারতের দুই লেজেন্ড তথা প্রাক্তন অধিনায়ক নবাব মনসুর আলি খান পতৌদি ও মহেন্দ্র সিং ধোনি নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ হারাতে সক্ষম হয়েছিলেন। ১৯৬৮ সালে কিউয়ি-দে টেস্টে ধরাশায়ী করেছিল পতৌদির ভারত। ২০০৯ সালে ধোনির নেতৃত্বে নিউজিল্যান্ডে বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে ঝড় তুলেছিল টিম ইন্ডিয়া।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ

৭ ম্যাচ খেলে ৩৬০ পয়েন্ট নিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকার প্রথম স্থানে অবস্থান করছে ভারত। ১০টি টেস্ট ম্যাচ খেলে ২৯৬ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে অস্ট্রেলিয়া। মাত্র ৬০ পয়েন্ট নিয়ে তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে আগামী টেস্ট সিরিজে ১২০ পয়েন্টের জন্য লড়াই করবে ভারত ও নিউজিল্যান্ড। সেই পয়েন্ট বিরাট শিবিরের ঝুলিতে এলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ তালিকায় তারা অনেকটা এগিয়ে যাবে। উল্টোটা হলে তালিকায় সম্মানজনক জায়গায় পৌঁছে যাবে কেন উইলিয়ামসন শিবির।

উইলিয়ামসনের রেকর্ড

উইলিয়ামসনের রেকর্ড

কেন উইলিয়ামসনের নেতৃত্বে ঘরের মাঠে কিন্তু অপ্রতিরোধ্য নিউজিল্যান্ড। কেনের নেতৃত্বে দেশে খেলা ১৭টি টেস্টের মধ্যে মাত্র ১টি-তে হেরেছে কিউয়িরা। সেই রেকর্ড কী ভারতের বিরুদ্ধেও অব্য়াহত থাকবে, নাকি অন্য ফল হবে, তা দেখার।

English summary
Virat Kohli will get a chance to create history in test
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X