For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কটকে লেজেন্ড কালিসকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে

কটকে লেজেন্ড কালিসকে টপকে যাওয়ার সুযোগ বিরাটের সামনে

  • |
Google Oneindia Bengali News

আর কয়েক ঘণ্টার মধ্যেই কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় তথা সিরিজ নির্ণায়ক ওয়ান ডে ম্যাচ খেলতে নামছে ভারত। ম্যাচ ঘিরে টানটান উত্তেজনা। এই ম্যাচেই ব্যাটসম্যান হিসেবে অনন্য নজির গড়তে চলেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিসকে টপকে যেতে পারেন ভিকে।

৪০১তম ম্যাচ

৪০১তম ম্যাচ

এখনও পর্যন্ত ভারতের হয়ে ৮৪টি টেস্ট, ২৪২টি ওয়ান ডে ও ৭৫টি টি-টোয়েন্টি খেলেছেন ৩১ বছরের বিরাট কোহলি। সবমিলিয়ে ৪০০টি ম্যাচ খেলেছেন তিনি। অর্থাৎ কটকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নিজের কেরিয়ারের ৪০১তম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।

বিরাটের ওয়ান ডে রান

বিরাটের ওয়ান ডে রান

এখনও পর্যন্ত ভারতের হয়ে ২৪১টি ওয়ান ডে ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। ৬০-র গড়ে এই ফর্ম্যাটে ১১৫২৪ রান করেছেন তিনি। তাঁর ঠিক ওপরে রয়েছেন দক্ষিণ আফ্রিকার লেজেন্ড জ্যাক কালিস। ৩২৮টি ওয়ান ডে ম্য়াচ খেলে তাঁর ঝুলিতে ১১৫৭৯ রান রয়েছে।

কালিসকে টপকে যাওয়ার সুযোগ

কালিসকে টপকে যাওয়ার সুযোগ

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বিশাখাপত্তনমে আর ৫৬ রান করলেই ওয়ান ডে-তে সর্বাধিক রান সংগ্রাহকদের তালিকায় জ্যাক কালিসকে টপকে যাবেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। ১৮৪২৬ ওয়ান ডে রান করা সচিন তেন্ডুলকর তালিকার শীর্ষ স্থানে রয়েছেন। দ্বিতীয় স্থানে থাকা শ্রীলঙ্কার লেজেন্ড কুমার সাঙ্গাকারার রান ১৪২৩৪। তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার লেজেন্ড রিকি পন্টিং। ১৩৭০৪ ওয়ান ডে রান রয়েছে তাঁর ঝুলিতে।

নিজেরই রেকর্ড ভাঙার মুখে বিরাট

নিজেরই রেকর্ড ভাঙার মুখে বিরাট

চলতি মরশুমে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে এখনও পর্যন্ত ওয়ান ডে-তে ১২৯২ রান এসেছে। আর ১৬৯ রান করলেই নিজের ব্যক্তিগত সেরা টপকে যাবেন বিরাট। ২০১৭ সালে বিরাটের ব্যাট থেকে ১৪৬০ ওয়ান ডে রান এসেছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে চলতি সিরিজে সেই রান টপকে যেতে পারবেন কি বিরাট?

দুর্দান্ত বিরাট

দুর্দান্ত বিরাট

ক্রিকেটের সবকটি ফর্ম্যাটে ৫০-র ওপর রানের গড় রয়েছে টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলির। চলতি বছর টেস্টে বিরাটের রানের গড় ৫৪.৯৭। ওয়ান ডে ও টি-টোয়েন্টিতে টিম ইন্ডিয়ার অধিনায়কের রানের গড় যথাক্রমে ৬০.০২ ও ৫২.৬৬। দুই বছর ধরে এই রেকর্ড ধরে রেখেছেন বিরাট। এর আগে একবার করে এই নজির গড়েছেন ম্যাথু হেডেন (২০০৭), আন্ড্রু সাইমন্ডস (২০০৭), কুমার সাঙ্গাকারা (২০১৩), স্টিভ স্মিথ (২০১৫), কেএল রাহুল (২০১৬) ও এবিডি ভিলিয়ার্স (২০১৭)।

English summary
Virat Kohli will surpass Jacques Kallis in 401st international match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X