For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫-০ সিরিজ জয়ের পর এই নজির গড়লেন অধিনায়ক বিরাট

  • |
Google Oneindia Bengali News

২০২০, টি-২০ বিশ্বকাপের বছর। আর সেই বছরের শুরুতে অধিনায়ক হিসেবে সবেচেয়ে বেশি দ্বিপাক্ষিক টি-২০ সিরিজ জেতার নজির গড়ে ফেললেন ভারত অধিনায়ক। কোহলি সব মিলিয়ে এখনও পর্যন্ত ১০টি টি-২০ দ্বিপাক্ষিক সিরিজ জিতলেন। এর আগে টি-২০ ক্রিকেটে দক্ষিণ আফ্রিকান অধিনায়ক ফ্ল্যাফ ডুপ্লেসি সবচেয়ে বেশি ৯টি দ্বিপাক্ষিক সিরিজ জিতেছিলেন। তাঁকে টপকে এই পরিসংখ্যানে এখন শীর্ষে বিরাট।

অধিনায়ক হিসেবে টি-২০ ক্রিকেটে এই নজির গড়লেন বিরাট

একনজরে কোন অধিনায়ক কটি টি-২০ দ্বিপাক্ষিক সিরিজ জিতেছেন
১) ভারত অধিনায়ক বিরাট কোহলি-১০টি
২) দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্ল্যাফ ডুপ্লেসি- ৯টি
৩) ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যান ৭টি
৪) ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি- ৬টি
৫) ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি-৫টি

উল্লখ্যে টি-২০ বিশ্বকাপের বছরের শুরুটা দারুণ ছন্দে শুরু করেছে ভারতীয় দল। বছর শুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ঘরের মাঠে ২টি টি-২০ জয়। এরপর নিউজিল্যান্ড সফরে এসে টানা ৫টি টি-২০ জয়। এর আগে ২০১৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ নির্ণায়ক মুম্বই টি-২০ ম্যাচ জেতে মেন ইন ব্লু। সব মিলিয়ে টানা ৮ টি- টি-২০ ম্যাচে অপরাজিত ভারতীয় দল।

প্রসঙ্গত সিরিজের পঞ্চম ম্যাচে এদিন প্রথম ব্যাট করে ভারতীয় দল ১৬৩ রান করে। এই রান তাড়া করতে নেমে শুরুতে ৩ উইকেট হারিয়ে চাপে পড়লেও সাইফার্ট ও টেলারের জোড়া হাফ সেঞ্চুরিতে কিউয়িদের প্রত্যাবর্তন।

শেষ পর্যন্ত অবশ্য ভারতীয় পেসারদের ডেথ ওভারের দুর্দান্ত বোলিংয়ে ভর করে ৭ রানে ম্যাচ জিতে সিরিজ ৫-০ করে ভারত। এদিন রোহিতের পায়ের মাসলে চোট লাগায় লোকেশ রাহুল অধিনায়কত্ব করেন। ফিল্ডিং সাজানো থেকে সঠিক সময়ে সঠিক বোলিং পরিবর্তন করে অধিনায়ক হিসেবে নজর কাড়লেন রাহুল।

English summary
Virat Kohli Wins Most 10 bilateral t20 series as captain, overtake Du Plessis who holds record of 9
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X