For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪টেয় উঠে মা আলু পরোটা করে দিতেন! মায়ের মতো কেউ হয় না,মাতৃদিবসে আর কী কী বললেন সেহওয়াগ

৪টেয় উঠে মা আলু পরোটা করে দিতেন! মায়ের মতো কেউ হয় না,মাতৃদিবসে আর কী কী বললেন সেহওয়াগ

  • |
Google Oneindia Bengali News

মাতৃদিবসে মায়ের প্রতি শ্রদ্ধার্ঘ জানালেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সেহওয়াগ। বিশ্বজুড়ে করোনা নিয়ে উদ্বেগ ও আতঙ্কের মাঝেই আজ মাতৃদিবস। বিশেষ এই দিনে বিশ্ববাসী সকলকে মাকে ভালবাসার ও শ্রদ্ধা করার জন্য আহ্বান জানিয়েছেন বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারতীয় ক্রিকেটার।

মাকে নিয়ে নানা স্মৃতিও ভাগ করে নিলেন সেহওয়াগ

মাকে নিয়ে নানা স্মৃতিও ভাগ করে নিলেন সেহওয়াগ

মাতৃদিবসে এদিন মাকে নিয়ে নানা স্মৃতিও ভাগ করে নিয়েছেন সেহওয়াগ। এক জায়গায় সেহওয়াগ বলেছেন, 'আমার ক্রিকেটার হওয়ার পিছনে মায়ের অবদান সবচেয়ে বেশি। কঠিন দিনগুলো আজ আরও বেশি করে মনে পড়ে। যখন ভোর ৪টেয় উঠে মা আলুপরোটা রান্না করতেন। তারপর আমাকে তুলে খাইয়ে দিতেন। '

মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ মধুর, বললেন সেহওয়াগ

মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ মধুর, বললেন সেহওয়াগ

সেহওয়াগ আরও জুড়েছেন, 'এরপর মা আমার ক্রিকেটের কিটব্যাগ গুছিয়ে দিতেন। দুজনে একসঙ্গে বাসস্ট্যান্ড পর্যন্ত আসতাম। ঐ ভোরে উঠে রান্না করার পরও মায়ের মুখে কোনও ক্লান্তি দেখিনি। আমাকে বাসে তুলে দিয়ে তিনি যেন নিশ্চিন্ত হতেন। মায়ের সঙ্গে আমার সম্পর্ক ভীষণ মধুর।'

ক্রিকেট কোচিংয়ের জন্য মা টাকা জোগাড় করতেন

ক্রিকেট কোচিংয়ের জন্য মা টাকা জোগাড় করতেন

মাতৃদিবসে সেহওয়াগ আরে বলেন, 'সেই সময় ক্রিকেট কোচিং করানোর মতো অত অর্থ ছিল না। গুনে গুনে একশো টাকা দিতে হত। ক্রিকেট কোচিংয়ে মাইনের ঐ টাকা মা গোটা পরিবারের সঙ্গে লড়াই করে জোগাড় করে সঞ্চয় করে রাখতেন।'

মাকে ঈশ্বরের আসনে রাখেন সেহওয়াগ

মাকে ঈশ্বরের আসনে রাখেন সেহওয়াগ

নবাব অফ নজফগড়ের বীরু বলেছেন, 'আমি মাকে ঈশ্বর মনে করি। ঈশ্বরের পুজো করলেও ঈশ্বরকে কিন্তু আমরা দেখতে পাই না, কিন্তু মাকে পুজো না করেও তাঁকে মন থেকে শ্রদ্ধা করলেই তাঁর দেখা ও ভালোবাসা পাওয়া যায়।'

ফ্যানেদের কাছে সেহওয়াগের আর্জি

মাতৃদিবসে সেহওয়াগ ফ্যানদের কাছে একটি অনুরোধ করেছেন। ফ্যানেদের উদ্দেশে প্রাক্তন ক্রিকেটার বলেন, 'আসুন মাতৃদিবসে আমরা অঙ্গীকার করি, আমাদের মায়েদের সারাজীবন খুব যত্নে রাখবে। মা সন্তানের কথা ভেবে নিজের জীবনে সুখ ভুলে যান। আমরা সন্তান হয়ে তাঁকে একটু ভালোবাসা দিতে নিশ্চয়ই পারি।আসুন আজ আমরা সবাই সেই শপথ নিই।'

করোনা যুদ্ধে মানবিক বিরাট-অনুষ্কা, এবার পুলিশকে সাহায্য ভারত অধিনায়কেরকরোনা যুদ্ধে মানবিক বিরাট-অনুষ্কা, এবার পুলিশকে সাহায্য ভারত অধিনায়কের

English summary
virendra sehwag nostalgic, post heartwarming message on Mother's Day,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X