For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই কাজ না করলে পন্থের কেরিয়ারে সূর্যাস্ত নামতে চলেছে, বললেন লক্ষ্মণ

অস্ট্রেলিয়ার মাটিতে সামনের বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের হয়ে মেগা টুর্নামেন্টে দস্তানা হাতে উইকেটের পিছনে কে থাকবেন? সেই প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেটমহলে ঘোরফেরা করছে।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার মাটিতে সামনের বছর অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। ভারতের হয়ে মেগা টুর্নামেন্টে দস্তানা হাতে উইকেটের পিছনে কে থাকবেন? সেই প্রশ্ন এখন ভারতীয় ক্রিকেটমহলে ঘোরাফেরা করছে।

পন্থকে নিয়ে চিন্তায় ভারত

পন্থকে নিয়ে চিন্তায় ভারত

ব্যাটিং থেকে কিপিং ফর্মের ধারেকাছে নেই ঋষভ পন্থ, অন্যদিকে এখনও সুযোগের অপেক্ষায় প্রহর গুনছেন সঞ্জু স্যামসন।ধোনি আবার 'শীত ঘুমে' গিয়েছেন। যেকারণে কিপিং নিয়ে চিন্তায় ভারত। এই পরিস্থিতিতেই পন্থের জন্য কঠোর বাস্তব কথাগুলো শুনিয়ে দিলেন ভি ভি এস লক্ষ্মণ।

লক্ষ্মণ যা বললেন

লক্ষ্মণ যা বললেন

দেশের প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ বলেছেন, 'দলে জায়গা পাকা করতে গেলে টিম ম্যানেজমেন্টকে ভরসা দিতে হবে। ব্যাটিং থেকে কিপিংয়ে টিমকে ইমপ্রেস করতে হবে। তবেই নির্বাচক ও ক্যাপ্টেন পন্থকে সুযোগ দেবে। নইলে সামনের দিনে হয়ত সঞ্জুর কাছে পন্থকে জায়গা হারাতে দেখব।'

পন্থকে নিয়ে লক্ষ্মণের আক্ষেপ

পন্থকে নিয়ে লক্ষ্মণের আক্ষেপ

কিংবদন্তি লক্ষ্মণ সঙ্গে জুড়েছেন, 'দুর্ভাগ্যবশত, পন্থ সুযোগ পেলেও জাতীয় দলে ম্যানেজমেন্টের ভরসা জয় করতে পারছেনা। এরপরও বলব পন্থ দলের এক্স ফ্যাক্টর। তরুণদের মধ্যে ও সবচেয়ে বিস্ফোরক ব্যাটসম্যান। '

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পন্থের

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সুযোগ পন্থের

প্রসঙ্গত বাংলাদেশের বিরুদ্ধে কিপিংয়ে ল্যাজেগোবড়ে পরিস্থিতিতে পড়েন পন্থ। সিরিজে একাধিকবার ডিআরএসে ভুল করে দলকে সমস্যায় ফেলেন। সেই নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হন কিপার। বাংলাদেশ সিরিজে ভারতের অধিনায়ক রোহিত যদিও সবকিছুর পরও পন্থের পাশে থাকার বার্তা দিয়েছেন।যার পর বাংলাদেশের বিরুদ্ধে সাফল্য না পাওয়া সত্ত্বেও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্ট ও ওডিআই সিরিজে নির্বাচকরা পন্থকে দলে রেখেছেন।

English summary
VVS Laxman says, Rishabh Pant needs justify team's faith or he risks his place to Sanju Samson
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X