For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা মোকাবিলায় লড়াইয়ে এগিয়ে এলেন কিংবদন্তি ওয়াসিম আক্রম ও ড্যারেন গফ

করোনা মোকাবিলায় লড়াইয়ে এগিয়ে এলেন কিংবদন্তি ওয়াসিম আক্রম ও ড্যারেন গফ

  • |
Google Oneindia Bengali News

করোনা মোকাবিলায় বিশ্বজুড়ে চলছে লড়াই। বিশ্বে ভাইরাসের সংক্রমিত মানুষের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়েছে। করোনার কারণে ইতিমধ্যে ৫৯ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। এই পরিস্থিতিতে প্রতিটি দেশই ভাইরাস মোকাবিলায় লক ডাউন বেছে নিয়েছে। যার জেরে সাধারণ মানুষের রুটি-রুজিতে টান। কঠিন পরিস্থিতিতে তাই সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন সেলিব্রিটিরা। এবার করোনা রুখতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চলেছেন কিংবদন্তি দুই ক্রিকেটার ওয়াসিম আক্রম ও ড্যারেন গফ।

কীভাবে সাহায্য় আক্রমের

কীভাবে সাহায্য় আক্রমের

করোনা মোকাবিলায় সাহায্যের অর্থ সংগ্রহের জন্য নিজের সই করা ব্যাট ও বল অকশনে তুলতে চলেছেন ওয়াসিম আক্রম। পাক কিংবদন্তি যেমন সই করা ব্যাট ও বল তুলে দিচ্ছেন ইংল্যান্ড প্রাক্তনি ড্যারেন গফ সই করা বল নিলামে তুলছেন।

করোনা মোকাবিলায় ভালো কাজ করছেন আফ্রিদি

করোনা মোকাবিলায় ভালো কাজ করছেন আফ্রিদি

উল্লেখ্য পাকিস্তানে এই মুহূর্তে করোনা মোকাবিলায় শাহিদ আফ্রিদির ফাউন্ডেশন ভালো কাজ করছে। মহামারীর সময় আফ্রিদির ফাউন্ডেশন পাকিস্তানের পিছিয়ে পড়া মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছে। সেই ভিডিও ভাইরাল হতে ভারত থেকে দুই ক্রিকেটার যুবরাজ সিং ও হরভজন সিং সোশ্যাল মিডিয়ায় মাধ্যমে পাকিস্তানের আফ্রিদির উদ্যোগের প্রশংসা করে ফ্যানদের তাঁর পাশে থাকতে বলেছেন।

বিশ্বকাপের জার্স নিলামে তুলেছেন বাটলার

উল্লেখ্য করোনা মোকাবিলায় আর্থিক সাহায্য় করার জন্য ইংল্যান্ডের ক্রিকেটার জস বাটলার তাঁর বিশ্বকাপ জয়ের জার্সিটি নিলাম করেন। এক অনলাইন ওয়েবসাইটে শার্টটি বিক্রি হচ্ছে। নিলাম থেকে পাওয়া অর্থ ইংল্যান্ডের করোনা মোকাবিলার জন্য এক চ্যারিটির মাধ্যেমে খরচ করা হবে।

 ক্রিকেটারদের মধ্যে কারা কত দান করেছেন

ক্রিকেটারদের মধ্যে কারা কত দান করেছেন

ভারতে করোনা মোকাবিলার জন্য বিরাট কোহলি থেকে সুরেশ রায়না, সচিন তেন্ডুলকর, গৌতম গম্ভীররা দান করেছেন। সাংসদ তহবিল থেকে গম্ভীর ১ কোটি দান করেছেন। সচিন ও রায়না রাজ্য ও কেন্দ্র মিলিয়ে যথাক্রমে ৫০ ও ৫২ লক্ষ সাহায্য করেছেন। অন্যদিকে বিরাট-অনুষ্কা মহারাষ্ট্র সরকা ও কেন্দ্রের ত্রাণে সাহায্য় করলেও সাহায্যের অঙ্ক গোপন করে নেটিজেনদের কাছে প্রশংসা পেয়েছেন।

English summary
Wasim Akram and Darren Gough to auction memorable things to raise money to fight against Covid-19
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X