For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডাক পেলেন শুভমান গিল! কে এই তরুণ ব্য়াটসম্য়ান - চিনে নিন টিম ইন্ডিয়ার নবাগত সদস্যকে

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের দুই সিরিজের জন্য ভারত দলে ডাক পেয়েছেন শুভমান গিল। চিনে নিন এই ডান-হাতি ব্যাটসম্যানকে।

Google Oneindia Bengali News

শনিবার (১২ জানুয়ারি) রাতে বিসিসিআই জানিয়েছে নির্বাসিত দুই ক্রিকেটার হার্দিক ও কেএল রাহুলের জায়গায় নিউজিল্যান্ডে ওডিআই ও টি২০আই ম্যাচের দলে অলরাউন্ডার বিজয় শঙ্করের সঙ্গে যোগ দেবেন তরুণ ডান-হাতি ব্যাটসম্য়ান শুভমান গিল। তবে তাঁর দলে অন্তর্ভুক্তি কোনও বিস্ময়কর ঘটনা নয়। দীর্ঘদিন ধরেই নির্বাচকের নজর ছিল তাঁর উপর।

পৃথ্বী শ-এর নেতৃত্বে ভারতীয় দল শেষ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জিতেছিল। সেই বিশ্বকাপেই উত্থান হয়েছিল নতুন তারকা শুভমান-এর। তারপর পঞ্জাবের হয়ে রঞ্জি খেলেছেন। ভারত এ দলের জার্সিতেও খেলা হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত তিনি ৩৬টি লিস্ট-এ ম্য়াচ খেলেছেন। ৪৭.৭৮ গড়ে রান করেছেন ১৫২৯। এছাড়া ৯টি প্রথম শ্রেণীর ম্য়াচে ৭৭.৭৮ গড়ে ১০৮৯ রান আছে তাঁর।

নিউজিল্য়ান্ডে প্রথমবার সিনিয়র দলে সঙ্গে যোগ দেওয়ার আগে চিনে নেওয়া যাক এই ডান-হাতি ব্যাটসম্য়ানকে।

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ

অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ

ভারতের তৃতীয় অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতার পিছনে মুখ্য ভূমিকা নিয়েছিলেন শুভমান। ওই প্রতিযোগিতায় ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলের সহঅধিনায়ক ১২৪ গড়-সহ ৩৭২ রান করেছিলেন। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে করেছিলেন শতরান। ইনিংস শেষ করার পর পাক খেলোয়াড়রা পর্যন্ত এসে তাঁকে অভিনন্দন জানিয়েছিলেন।

সেরা সম্ভাবনা

সেরা সম্ভাবনা

ভারতের সেই তরুণ দলের মধ্য থেকে সবচেয়ে প্রতিশ্রুতিমান যে তিনজনকে ধরা হয়েছিল তাদের একজন ছিলেন শুভমান। বাকি দুইজন হলেন পৃথ্বী ও শিবম মাভি। অনুর্ধ-১৯ বিশ্বকাপের পর এক বছর যেতে না যেতেই পৃথ্বী সিনিয়র দলের হয়ে টেস্ট খেলে ফেলেছেন। সীমিত ওভারের দলে সুযোগ পেলেন শুভমান-ও। বাকি রইলেন শিবম মাভি। ভাল কিছু করে দেখাতে পারলে কিন্তু শুভমান সিনিয়র দলের হয়েও বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে যেতে পারেন।

কলকাতা যোগ

কলকাতা যোগ

২০১৮ সালের আইপিএল নিলামে শুভমানকে দলে নিতে আগ্রহী ছিল ৪টি ফ্র্যাঞ্চাইজি - কিংস ইলেভেন পঞ্জাব, রাজস্থান রয়্যালস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটাল্স। শেষ পর্যন্ত ১.৮০ কোটি টাকায় শুভমান খেলতে আসেন কলকাতার দলের হয়েই। ১১ ইনিংসে তিনি ২০৩ রান করেছিলেন ১৪৬.০৪ স্ট্রাইক রেটে।

যুবির সার্টিফিকেট

যুবির সার্টিফিকেট

পঞ্জাব রঞ্জি দলে শুভমানকে খুব কাছ থেকে দেখেছেন যুবরাজ সিং। সম্প্রতি শুভমানের ভূয়সী প্রশংসা করে যুবি বলেছেন, শুভমানের খেলা দেখতে তিনি খুব পছন্দ করেন। নিশ্চিতভাবে ২০ বছরের তরুণের দীর্ঘদিন ভারতীয় দলের হয়ে খেলার মতো প্রতিভা আছে। তবে তিনি একই সঙ্গে জোর দিয়েছেন সেই প্রতিভাকে যথাযথভাবে লালন করার উপরে।

রঞ্জিতে ফর্মে

রঞ্জিতে ফর্মে

চলতি রঞ্জি ট্রফিতে দারুণ ফর্মে দেখা গিয়েছে শুভমানকে। ১০৪ রানের গড় নিয়ে তিনি রঞ্জিতে ৭২৮ রান করেছেন। মোহালিতে তামিলনাড়ুর বিরুদ্ধে একটি ২৬৮ রানের ইনিংস-এ খেলেছেন। এখনও পর্যন্ত রঞ্জিতে এটাই তাঁর সর্বোচ্চ রানের ইনিংস।

সবার ধারণা ছিল, অস্ট্রেলিয়ায় টেস্ট ক্রিকেটে সফল হওয়ার পর সীমিত ওভারের ক্রিকেটে সুযোগ পাওয়ার বিষয়ে এগিয়ে আছেন মায়াঙ্ক আগরওয়াল। কিন্তু, এই দৌড়ে তাঁকে পিছনে ফেললেন শুভমান। এবার এই হঠাত আসা সুযোগ তিনি কতটা কাজে লাগাতে পারেন সেটাই দেখার।

English summary
Shubman Gill was called to the India squad for the limited-overs series against New Zealand. Here's all you need to know about the right-handed batsman.
 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X