For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল্পনার অবসান, আগামী দিনে ভারতীয় দলে চার নম্বর তৈরি, নাম ঘোষণা শাস্ত্রীর

ভারতীয় দলের কোচের দায়িত্বে ফিরে শুরুতেই ছক্কা হাঁকালেন রবি শাস্ত্রী! দীর্ঘদিন ধরে ভারতীয় দলে চার নম্বর নিয়ে যে সমস্যা চলছিল, কোচের হটসিটে নতুন করে দায়িত্বে নিয়ে শুরুতেই সেই সমস্যা দূর করলেন শাস্ত্রী

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় দলের কোচের দায়িত্বে ফিরে শুরুতেই ছক্কা হাঁকালেন রবি শাস্ত্রী! দীর্ঘদিন ধরে ভারতীয় দলে চার নম্বর নিয়ে যে সমস্যা চলছিল, কোচের হটসিটে নতুন করে দায়িত্ব নিয়ে শুরুতেই সেই সমস্যা দূর করলেন শাস্ত্রী

 ভারতীয় ক্রিকেটে ২ বছর ধরে চলা সমস্যা

ভারতীয় ক্রিকেটে ২ বছর ধরে চলা সমস্যা

ইংল্যান্ডের মাটিতে ক্রিকেট বিশ্বকাপকে ফোকাস করে ভারতীয় দলের চার নম্বর নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করেছে ভারত। বিশ্বকাপে প্রস্তুতিতে কখনও লোকেশ রাহুল, মূল ম্যাচে কখনও বিজয় শংকর, কখনও আবার ঋষভ পন্থকে খেলানো হয়েছে। এরপরও পাকাপাকিভাবে চার নম্বর খুঁজে পাচ্ছিল না ভারত।

পন্থের ব্যর্থতা

পন্থের ব্যর্থতা

বিশ্বকাপে চার নম্বরে সুযোগ পেয়ে ব্যাটিংয়ে নজর কাড়লেও তাঁর ব্যাটে বড় ইনিংস নেই। সেই সঙ্গে বেপয়োরা ব্যাটিং করে বারবারই উইকেট দিয়ে আসেন পন্থ। ওয়েস্ট ইন্ডিজ সফরের সীমিত ওভারের সিরিজেও তাই হয়েছে। সেকারণে পন্থকে চার নম্বর থেকে সরিয়ে দিচ্ছে ভারতীয় থিঙ্কট্যাঙ্ক

চারে কে?

চারে কে?

জাতীয় মিডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে রবি শাস্ত্রী জানিয়েছেন, 'দেশের হয়ে ওডিআই ক্রিকেটে আগামী দিনে চার নম্বরে ব্যাট করবে শ্রেয়স আইয়ার'।প্রসঙ্গত ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শেষ দুটি ওডিআইতে সুযোগ পেয়ে দারুণ ব্যাটিং করেছেন আইয়ার। ৫নম্বরে নেমে দুই ইনিংসে ৭১ ও ৬৫ রানের দামি নির্ভরশীল ইনিংস খেলেন। চাপ শুষে নিয়ে ইনিংস ধরে খেলে অধিনায়ককেরও প্রশংসা পেয়েছেন শ্রেয়স। এবার ভারতীয় দলে চার নম্বরে পাকাপাকি ভাবে জায়গা করে নিলেন আইয়ার।

English summary
who will be India’s No. 4 for odis, Indian team Head coach Ravi Shastri reveals
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X