For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইপিএল-এ হস্তক্ষেপ, আইসিসি বনাম বিসিসিআই সংঘাত! মিষ্টি কথায় ভুলছে না ভারতীয় বোর্ড

আইপিএলে হস্তক্ষেপের বিষয়ে আইসিসির বিবৃতি খুব ভালভাবে গ্রহণ করেনি বিসিসিআই। তারা একে ভাল কথার আড়ালে খারাপ অভিপ্রায় হিসাবেই দেখছেন।

Google Oneindia Bengali News

আইপিএল পরিচালনায় নাক গলাতে চায় আইসিসি। ভারতীয় প্রচার মাধ্যমে এই খবর প্রকাশ পেতেই সোমবার তড়িঘড়ি ড্যামেজ কন্ট্রোলে নেমেছিল আইসিসি। আইপিএল-এর প্রচুর সুখ্যাতি করে জানিয়েছিল, আইপিএল-এ হস্তক্ষেতাদের উদ্দেশ্য নয়। কিন্তু, আইসিসির ওই 'মিষ্টি কথা'র আড়ালে 'খারাপ অভিপ্রায়' লুকিয়ে আছে, এমনটাই মনে করছেন বিসিসিআই-এর কর্তারা।

সোমবার আইপিএল-সহ পৃথিবীর সমস্ত বেসরকারি টি২০ ক্রিকেট লিগগুলিকে আইসিদের প্রণীত নীতি ও নিয়মে বেঁধে ফেলতে চাইছে - এই খবর জানা গিয়েছিল। এই লক্ষ্যে প্রাথমিকভাবে তারা এক পর্যবেক্ষক গোষ্ঠী স্থাপন করবে বলেও জানা যায়। এরপরই কী করে আইসিসি আইপিএল-এর মতো ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায় নাক গলায় এই নিয়ে বিতর্ক শুরু হয়েছিল।

আইসিসির 'মিষ্টি' বিবৃতি

আইসিসির 'মিষ্টি' বিবৃতি

রাতেই আইসিসির সিইও ডেবিড রিচার্ডসন এক বিবৃতি দিয়ে জানান, আইপিএল-এ হস্তক্ষেপ তাঁরা করতে চান না। আইপিএল-সহ বেশ কয়েকটি বেসরকারি ক্রিকেট লিগ সারা বিশ্বে এই ধরণের প্রতিযোগিতার 'গোল্ড স্ট্যান্ডার্ড' স্থাপন করেছে। তাঁদের লক্ষ্য বাকি বিশ্বের বাকি টি২০ লিগগুলি-তে যাতে এই মান ধরে রাখা হয়, তা নিশ্চিত করা।

আদৌ কি জানেন শশাঙ্ক

আদৌ কি জানেন শশাঙ্ক

আইসিসির এই আইপিএল-স্তুতিতে অবশ্য ভবি ভুলছে না। ভারতীয় বোর্ডের কর্তারা মনে করছেন আইসিসি 'মুখের কথা' আর 'আসল উদ্দেশ্যে' ফারাক রয়েছে। দুবাইয়ে আইসিসির বৈঠকেই এই প্রস্তাবে সরাসরি না বলেছিল ভারতীয় বোর্ড। সাফ জানিয়েছিল আইপিএল ভারতের ঘরোয়া প্রতিযোগিতা, তাই এতে নাক গলানো যাবে না। এমনকী আইসিসির এই পদক্ষেপের বিষয়ে আইসিসি চেয়াম্যান শশাঙ্ক মনোহর কিছু আদৌ জানেন কিনা সেই প্রশ্নও তোলা হয়েছে।

দুই বছর ধরেই চলছে অপচেষ্টা

দুই বছর ধরেই চলছে অপচেষ্টা

এবার বোর্ডের কোষাধ্যক্ষ অনিরুধ চৌধুরি আরও একধাপ এগিয়ে বললেন, বিসিসিআই যেহেতু এখন একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে তাই গত দুই বছর ধরেই বিসিসিআই-কে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে আইসিসি। অন্য বোর্ডের সঙ্গে বিসিসিআই-এর সম্পর্কে নাক গলানোর চেষ্টা হয়েছে। বিসিসিআই-এর প্রতিদিনের কাছের তথ্য জোগাড়ের চেষ্টা করেছে। এখন আইপিল-এও খবরদারি করতে চাইছে।

বোর্ডের শেষ অবস্থান

বোর্ডের শেষ অবস্থান

আইসিসিরল বিবৃতির পর বোর্ডের সিইও রাহুল জোহরি আবারও বলেছেন, আইপিএল বিসিসিআই-এর ঘরোয়া সম্পত্তি। নয়া সংবিধান অনুযায়ী এই প্রতিযোগিতার নিয়ম নীতি যা ঠিক করার তা ভারতীয় বোর্ডই করবে।

English summary
BCCI didn't take ICC's statement regarding interference in IPL very well. They are seeing it as a bad intent camouflaged by pretty words.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X