
ব্যাটিং ব্যর্থতা
ভারতের স্পিনাররা এদিন মার খেলেও ভারতের হারের মূল কারণ কিন্তু তাদের ব্যাটারদের ব্যর্থতা। স্মৃতি মান্ধানা (২৩ বলে ৩৪) ও জেমাইমা রড্রিগেজ (২৬ বলে ২৬) ইনিংসে ভারত শুরু বেশ ভালই করেছিল। কিন্তু তাঁরা দুজন আউট হয়ে যেতেই, মাত্র ২৩ রানে ভারতের ৮ উইকেট পড়ে যায়। আর এখানেই মিতালির অভাবটা অনুভূত হয়েছে। অনেকেই মনে করছেন ব্যাটিংয়ের জন্য কঠিন এই পিচে মিতালি অনেক বেশি কার্যকরী ভূমিকা নিতে পারতেন।
|
দুটি ভুল
ভারতের প্রাক্তন ক্রিকেটার তথা ধারাভাষ্যকার সঞ্জয় মঞ্জরেকরের মতে, ভারতের এদিনের হারের দুটি কারণ - প্রথমটি পরিকল্পনাগত, এই পিচে মিতালিকে না খেলানো। অপরটি প্রয়োগগত, মন্থর পিচে তাড়াহুড়ো করা।
|
১৮০ রানের পিচ হলে...
ম্যাচের আগেই অভিজ্ঞ ধারাভাষ্যকার হর্ষ ভোগলে দলে মিতালিকে না রাখা নিয়ে প্রশ্ন তুলেছিলেন। ম্যাচের পর তিনি জানান, ১৮০ রান ওঠার মতো পিচ হলে মিতালিকে না খেলানোর সিদ্ধান্ত ছিক ছিল, কিন্তু এরকম কঠিন পিচে তাদের সেরা ব্যাটার মিতালিকে খেলাতেই হত।
|
বিস্মিত ব্রিটিশ
এদিনের ভারতীয় দলে মিতালির না থাকাটা বিস্মিত করেছে ইংরেজদেরও। ব্রিটিশ ধারাভাষ্যকার মেলিন্দ ফেরেল ভারতীয় দলে মিতালির অনুপস্থিতি নিয়ে বিস্ময় প্রকাশ করেন।
|
ধোনির না থাকার সামিল
ক্রিকেট পরিসংখ্য়ানবিদ উমং পাবারির মতে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের মহিলা দলে মিতালির না থাকাটা, পুরুষ দলে ধোনির না থাকার সামিল।

কোনও আক্ষেপ নেই
তবে মিতালিকে বাদ দেওয়া নিয়ে কোনও আক্ষেপ নেই বলে ম্যাচের পর জানিয়েছেন ভারতের অধিনায়িকা হরমনপ্রিত কৌর। তিনি জানিয়েছেন, দলের কথা ভেবেই প্রতিটি সিদ্ধান্ত নেওয়া হয়। কখনও সেগুলি কাজ করে, কখনও করে না। মিতালিকে বাদ দেওয়াও দলের স্বার্থেই। এদিন সেই সিদ্ধান্ত কাজ করেনি। তবে একটি ম্যাচের ব্যর্থতা দিয়ে তিনি দলের পারফরম্যান্স বিচার করতে নারাজ। তাঁদের তরুণ দল এখনও শিখছে বলে দাবি করেছেন হরমনপ্রিত।