For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২১ দিনের লকডাউন!আইপিএলের জন্যে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন যশস্বী জয়সওয়াল

২১ দিনের লকডাউন!আইপিএলের জন্যে মানসিকভাবে প্রস্তুত হচ্ছেন যশস্বী জয়সওয়াল

  • |
Google Oneindia Bengali News

করোনার কারণে দেশজুড়ে অঘোষিত জরুরী অবস্থা। করোনার সংক্রমণ রুখতে দেশে এখন জারি ২১ দিনের লকডাউন। যেকারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত রয়েছে আইপিএল টুর্নামেন্ট।

স্থগিত আইপিএল, করোনার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত

স্থগিত আইপিএল, করোনার কারণে টুর্নামেন্টের ভবিষ্যৎ অনিশ্চিত

মিলিয়ন ডলার টুর্নামেন্ট কবে শুরু হবে, সেই নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। করোনা মোকাবিলা করে পরিস্থিতি স্বাভাবিক হলে তারপরই বোর্ড আইপিএল নিয়ে ভাববে। সেক্ষেত্রে জুলাই-অগাস্টে সীমিত দিনের আইপিএল টুর্নামেন্ট হতে পারে। বাইরে করোনা কারণে লকডাউন থাকলে কেরিয়ারে প্রথম আইপিএলের জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখছেন বলেন জানালেন যশস্বী জয়সওয়াল।

গৃহবন্দি যশস্বী, আইপিএল নিয়ে মানসিকভাবে অবশ্য প্রস্তুত হচ্ছেন

গৃহবন্দি যশস্বী, আইপিএল নিয়ে মানসিকভাবে অবশ্য প্রস্তুত হচ্ছেন

২৯ মার্চ অর্থাৎ আজ মুম্বইয়ের ওয়াংখেড়েতে মুম্বই বনাম চেন্নাই ম্যাচ দিয়ে আইপিএল টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল। তবে করোনার করাল গ্রাসে আইপিএল এখন স্থগিত। মেগা টুর্নামেন্ট প্রসঙ্গে যশস্বী এক প্রতিক্রিয়ায় বলেছেন, 'আইপিএল ২০২০, আমার কেরিয়ারের প্রথম আইপিএল। অবশ্যই মুখিয়ে রয়েছি। তবে সবার আগে জীবন। তাই এখন ভারতীয়দের নিজেকে সুস্থ ও নিরাপদ রাখা সবার আগে গুরুত্বপূর্ণ। দেশ জুড়ে ২১ দিনের লকডাউন চলছে। ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে আমিও গৃহবন্দি। তবে নিজেকে মানসিকভাবে আইপিএলের জন্যে প্রস্তুত রাখছি।'

ক্রিকেট থেকে অণুপ্রেরণা নিচ্ছেন যশস্বী

ক্রিকেট থেকে অণুপ্রেরণা নিচ্ছেন যশস্বী

চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল খেলা যশস্বী আরও বলেন,'ক্রিকেটই আমার কাছে সবকিছু। তাই কঠিন সময় ক্রিকেট থেকেই মোটিভেশন খুঁজি। আর এই করোনা সংক্রমণে মাঝেও ক্রিকেটই আমাকে মানসিক দিক থেকে মজবুত রাখতে সাহায্য করছে।' প্রসঙ্গত টুর্নামেন্ট ফাইনালে দারুণ লড়াই করলেও ভারতীয় দল বাংলাদেশের বিরুদ্ধে হেরে বসেছিল। ৪৪০ রান করে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন যশস্বী।

কীভাবে সময় কাটছে

কীভাবে সময় কাটছে

যশস্বী জানিয়েছেন, 'করোনা সংক্রমণ থেকে বাঁচতে এই মুহূর্তে তিনি গৃহবন্দি। জুনিয়র দলে তাঁর অন্য সতীর্থরাও গৃহবন্দি রয়েছে। তবে ফোনে সকলের সঙ্গেই যোগাযোগ রয়েছে। ঘরে বোনের সঙ্গে এখন খেলার বেশি সময় দিচ্ছি।' উল্লেখ্য আইপিএল ২০২০-র নিলামে যশস্বীকে রাজস্থান রয়্যালস ২.৪০ কোটি টাকায় দলে নিয়েছে।

English summary
Yashasvi Jaiswal mentally prepared for IPL 2020 in CoronaVirus 21 days Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X