For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোন তালিকায় বিরাট কোহলি ও এমএস ধোনিরও আগে যুবরাজ সিং?

কোন তালিকায় বিরাট কোহলি ও এমএস ধোনিরও আগে যুবরাজ সিং?

  • |
Google Oneindia Bengali News

৩৮তম জন্মদিনে দুর্দান্ত উপহার পেলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন বাঁ-হাতি অল-রাউন্ডার যুবরাজ সিং। ইন্টারনেটে চলতি বছরে মোস্ট সার্চড ইন্ডিয়ান পার্সোনালিটির তালিকার তিন নম্বর স্থানে উঠে এসেছেন তিনি। ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও প্রাক্তনী মহেন্দ্র সিং ধোনিকে টপকে মোস্ট সার্চড ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটির তালিকার পয়লা নম্বর স্থান দখল করেছেন যুবি।

কোন তালিকায় বিরাট কোহলি ও এমএস ধোনিরও আগে যুবরাজ সিং?

ইংল্যান্ডে হওয়া ২০১৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করতে চেয়েছিলেন টুর্নামেন্টে ২০১১ সালের ফর্ম্যাটের সেরা খেলোয়াড়। কিন্তু যুবরাজ সিং-কে ইংল্যান্ডের বিশ্বকাপগামী ভারতীয় দলে রাখেননি নির্বাচকরা। তারও আগে জাতীয় দল থেকে বাতিলের খাতায় চলে যান যুবি। মনের দুঃখে চলতি বছরের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান যুবরাজ। ভারতীয় ক্রিকেট থেকে অনেকটাই দূরে কানাডায় গ্লোবাল টি-টোয়েন্টি লিগ ও আবু ধাবিতে টি-টেন লিগ সাফল্যের সঙ্গেই খেলেন এই বাঁ-হাতি অল রাউন্ডার।

৩৮ বছরের ক্রিকেটার ভারতীয় দল থেকে ব্রাত্য হলেও যে মানুষের মন থেকে মুছে যাননি, তার প্রমাণ মিলেছে ইন্টারনেটে চলতি বছরে মোস্ট সার্চড ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটির তালিকায়। তাতে ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি, প্রাক্তনী মহেন্দ্র সিং ধোনি ছাড়াও দেশের তরুণ ও বহুল চর্চিত উইকেটরক্ষক ঋষভ পন্থকেও পিছনে ফেলেছেন যুবরাজ সিং। অন্যদিকে মোস্ট সার্চড ইন্ডিয়ান পার্সোনালিটির তালিকার শীর্ষে রয়েছেন পাকিস্তানে বন্দি হওয়া ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। তালিকার প্রথম দশেই প্রবেশ করতে পারেননি বিরাট ও ধোনি।

মোস্ট সার্চড ইন্ডিয়ান স্পোর্টস পার্সোনালিটির তালিকা

১) অভিনন্দন বর্তমান

২) লতা মঙ্গেশকর

৩) যুবরাজ সিং

৪) আনন্দ কুমার

৫) ভিকি কৌশল

৬) ঋষভ পন্থ

৭) রাণু মণ্ডল

৮) তারা সুতারিয়া

৯) সিদ্ধার্থ শুক্লা

১০) কোয়েনা মিত্র

English summary
Yuvraj Singh beat Virat Kohli, MS Dhoni on most searched Indian personalities list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X