For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসতেও পারব না', কেন এমন বললেন যুবরাজ সিং

'যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসতেও পারব না', কেন এমন বললেন যুবরাজ সিং

  • |
Google Oneindia Bengali News

যাদের পছন্দ হয় না, তাদের পাশে বসে ক্রিকেটের ধারাভাষ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে সাফ জানিয়ে দিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অল রাউন্ডার যুবরাজ সিং। করোনা ভাইরাসের জেরে দেশজুড়ে জারি থাকা লকডাউনে প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফের সঙ্গে কথোপকথনে আরও অনেক কিছু বললেন যুবি।

করোনা ও লকডাউন

করোনা ও লকডাউন

বিশ্বব্যাপী প্রায় ২৫ লক্ষ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্তের সংখ্যা সাড়ে ১৮ হাজার পেরিয়ে গিয়েছে। মৃত্যু হয়েছে প্রায় ৬০০ জনের। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশজুড়ে ৩ মে পর্যন্ত লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। ফলে ঘরবন্দি রয়েছেন সাধারণ মানুষ থেকে ক্রিকেটাররা।

ন্যাটওয়েস্টের জুটি

ন্যাটওয়েস্টের জুটি

২০০২ সালে লর্ডসে হওয়া ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই জয়ে অন্যতম ভূমিকা নিয়েছিল যুবরাজ সিং ও মহম্মদ কাইফের ১২১ রানের ঐতিহাসিক ও বিশ্ব ক্রিকেটের মোড় ঘোরানো পার্টনারশিপ। করোনা ভাইরাসের জেরে লকডাউনে সেই জুরিদাররাই আরও একবার মুখোমুখি হল ১৮ বছর পর। তবে ২২ গজে নয়, এবার ইনস্টাগ্রাম লাইভ সেশনে।

ধারাভাষ্যকার হতে চান না

ধারাভাষ্যকার হতে চান না

মহম্মদ কাইফের এক প্রশ্নের উত্তরে যুবরাজ সিং জানান, কেরিয়ারে এমন অনেক ক্রিকেটার দেখেছেন, যাদের তিনি মাঠে তো বটেই, ব্যক্তিগত ভাবেও পছন্দ করেন না। সেই সব মানুষদের পাশে বসে ক্রিকেটের ধারাভাষ্য দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় বলে সাফ জানিয়েছেন যুবি। যদি ধারাভাষ্য দিতেই হয়, তবে তিনি টি-টোয়েন্টি ও ৫০ ওভারের বিশ্বকাপের মতো আইসিসি ইভেন্টগুলিতে কখনও সখনও অংশ নিতে পারেন। তা বলে সর্বক্ষণ বসে ক্রিকেট নিয়ে কথা বলে যাওয়ার ধৈর্য্য তাঁর নেই বলেই জানিয়েছেন যুবরাজ সিং।

কী করতে চান যুবরাজ

কী করতে চান যুবরাজ

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন প্রায় দশ মাস আগে। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্য দেওয়ার থেকে কোচিং-র সঙ্গে যুক্ত হতে বেশি পছন্দ করবেন বলে জানিয়েছেন যুবরাজ সিং। তবে ধারাভাষ্যকারের চাকরি তিনি কিছুতেই করবেন না বলে জানিয়েছেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার।

করোনায় বিশ্বজুড়ে উদ্বেগ, কোয়ারেন্টাইনে গৃহবন্দি হয়ে পার্টি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোরকরোনায় বিশ্বজুড়ে উদ্বেগ, কোয়ারেন্টাইনে গৃহবন্দি হয়ে পার্টি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

English summary
Yuvraj Singh reveals why he not like commentator's role
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X