For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপ কি সত্যি জিততে চায় আর্জেন্তিনা, উঠছে প্রশ্ন

বিশ্বকাপ শুরু আগেই আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়া জানিয়ে দিলেন বিশ্বকাপের সেমিফাইনালে দল পৌছতে পারলেই তিনি খুশি। যদিও তাঁর এই মন্তব্যের সাপেক্ষে কোনও যুক্তিই দেননি তিনি।

Google Oneindia Bengali News

আদৌ কি বিশ্বকাপ জিততে রাশিয়ায় পৌছেছে আর্জেন্তিনা? নাকি শুধুই প্রতিযোগিতায় অংশ নেওয়ার তাগিদে রাশিয়া যাত্রা? প্রশ্ন দু'টো পর পর করা হলে প্রশ্ন কর্তাকে নিঃসন্দেহে তীর্যক চোখে দেখতেই পারেন যে কোনও আর্জেন্তিনার সমর্থক। কিন্তু প্রশ্ন কর্তার এই ধরনের প্রশ্ন করার নেপথ্যে কারণ কী, তা জানার পর সেই সমর্থকও বাধ্য বিষয়টাকে ভেবে দেখতে।

বিশ্বকাপ কি সত্যি জিততে চায় আর্জেন্তিনা, উঠছে প্রশ্ন

আসুন পরিষ্কার করে বলা যাক হঠাৎ করে আর্জেন্তিনাকে নিয়ে এই প্রশ্নের উদয়ের কারণ কী।
কারওই অজানা নয় এই বিশ্বকাপ জিততে কতটা মরিয়া মেসি এবং তাঁর দল। নিজের সব কিছু দিয়ে এই বিশ্বকাপ জিততে চান এলএম ১০। কিন্তু মেসিরা যখন বিশ্বকাপকে পাখির চোখ করে এগোচ্ছেন, তখন সম্পূর্ণ ভিন্ন সুর শোনা গেল আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লদিয়ো তাপিয়ার গলায়।

[আরও পড়ুন:সম্ভবত শেষ বিশ্বকাপ! ক্লাব ফুটবলের 'মসিহা' মেসি কি পারবেন মারাদোনাকে ছুঁতে][আরও পড়ুন:সম্ভবত শেষ বিশ্বকাপ! ক্লাব ফুটবলের 'মসিহা' মেসি কি পারবেন মারাদোনাকে ছুঁতে]

নিজের দেশের এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে তাপিয়া জানিয়ে দেন, বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনা পৌছলেই তিনি খুশি। তিনি বলেন,'বিশ্বকাপে প্রথম চারটি দলের মধ্যে থাকতে পারলে মনে করব দল ভাল খেলেছে।'

তাহলে কি বিশ্ব ফুটবলের অন্যতম তারকা এবং এই মরসুমে বার্সেলোনাকে লা লিগা এবং কোপা দেল রে চ্যাম্পিয়ন করা লিওনেল মেসির উপর থেকে ভরসা হারিয়েছে আর্জেন্তিনার ফুটবল ফেডারেশন?
সম্পূর্ণভাবে এই যুক্তিকে ধূলিস্যাৎ করে তিনি বলেন, 'আর্জেন্তিনার ফুটবলকে অনেক কিছু দিয়েছে মেসি। আর্জেন্তিনা ফুটবল অ্যাসোসিয়েশনের যা উন্নতি হয়েছে, তা সম্ভব হয়েছে মেসির জন্যই। কারণ বিশ্বের সেরা ফুটবলার রয়েছে আমাদের কাছে।

বিশ্বকাপ কি সত্যি জিততে চায় আর্জেন্তিনা, উঠছে প্রশ্ন

তবে, তাপিয়ার এই মন্তব্যের পর বিভিন্ন জায়গা থেকে প্রশ্ন উঠতে শুরু হয়ে গিয়েছে আর্জেন্তিনার বিশ্বকাপে খেলতে আসার মানসিকতা নিয়ে। অনেকে বলতেও শুরু করে দিযেছেন, 'যে দেশের ফুটবল প্রেসিডেন্টের লক্ষ থাকে স্রেফ সেমিফাইনাল, সেই দেশ আর কত ভাল করবে!'

যদিও মেসি ভক্তরা এর চরম প্রতিবাদ করে একহাত নিয়েছেন তাপিয়াকে। তাঁর মন্তব্যকে কেন্দ্র করে দেশের অন্দরেই উঠেছে ঝড়।

রাশিয়া বিশ্বকাপে গ্রুপ 'ডি'তে রয়েছে মেসির আর্জেন্তিনা। আর্জেন্তিনা ছাড়াও এই গ্রুপে রয়েছে ক্রোয়েশিয়া, নাইজেরিয়া এবং আইসল্যান্ড।

১৬ জুন বিশ্বকাপ অভিযান শুরু করছে আর্জেন্তিনা। বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচ খেলতে হবে আইসল্যান্ডের বিপক্ষে।

English summary
President of Argentina football Association, Claudio Tapia said that making the semifinal of 2018 fifa world cup is their primary goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X