For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারের

কোয়েস ইস্টবেঙ্গলের ঘড়ি রহস্য নিয়ে চাঞ্চল্যকর দাবি কার্লোস নোদারের

  • |
Google Oneindia Bengali News

কোয়েসের বিরুদ্ধে ফের বোমা ফাটালেন ইস্টবেঙ্গলের প্রাক্তন ফিজিও কার্লোস নোদার। এর আগে বকেয়া মাইনে নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। সেই সঙ্গে বিনিয়োগকারী কোয়েসের অপেশাদারীত্বেরও উদাহরণ তুলে ধরেছিলেন নোদার। এবার আরও বড় অভিযোগ আনলেন স্প্যানিয়ার্ড।

কোয়েস-ঘড়ি রহস্য ও নোদার

কোয়েস-ঘড়ি রহস্য ও নোদার

জনপ্রিয় এক ফুটবল ওয়েবসাইটের করা খবর অনুযায়ী, ফুটবলারদের ফিটনেসের উন্নতির জন্যে কার্লোস নাকি দুটি জিপিএস লাগানো পোলার ঘড়ি আনিয়েছিলেন। সেই ঘড়ি নিয়েই বড় রহস্য।

কার্লোস নোদারের দাবি

কার্লোস নোদারের দাবি

কালোর্স জানিয়েছেন, বোরহা ভারত ছাড়ার সময় নাকি দুটি ঘড়ির একটি নিয়ে গিয়েছিলেন। পোলার ঘড়িগুলির প্রতিটির মূল্য ২৫ হাজারের বেশি। পরবর্তী সময় কোয়েস সেই নিয়ে নোদারকে চাপ দেয় বলে খবর। শেষ পর্যন্ত কার্লোসের টাকা থেকে ঐ ঘড়ির মূল্য কেটে নেওয়া হয় বলেও অভিযোগ।

অর্ধেক দিন থেকেও ফ্ল্যাটের জন্য বিপুল অর্থ কাটার অভিযোগ

অর্ধেক দিন থেকেও ফ্ল্যাটের জন্য বিপুল অর্থ কাটার অভিযোগ

আরও রয়েছে, জুন মাসে তিনি মাত্র ১৫ দিন ফ্ল্যাটে ছিলেন। সেই ফ্ল্যাটের জন্য জুন মাসে, ৪২ হাজার টাকার কিছু বেশি কার্লোসের অর্থ থেকে কোয়েস কেটে নিয়েছে বলে তিনি দাবি করেছেন।

সব মিলিয়ে কোয়েস কত টাকা কেটেছে বলে অভিযোগ

সব মিলিয়ে কোয়েস কত টাকা কেটেছে বলে অভিযোগ

বিদেশি ফিজিক্যাল ট্রেনার যার হাত ধরে ইস্টবেঙ্গল ফুটবলারদের ফিটনেস অন্য মাত্রায় পৌঁছেছিল সেই নোদারের থেকে এভাবেই সব মিলিয়ে মোট ৬৫ হাজার টাকার কিছু বেশি অর্থ কোয়েস কেটে নেয় বলে অভিযোগ।

ঘরের মাঠেই আইপিএল আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিসিআই, পরের ভাবনা পরেঘরের মাঠেই আইপিএল আয়োজনের সর্বাত্মক চেষ্টা চালাবে বিসিসিআই, পরের ভাবনা পরে

English summary
Carlos Nodar accused Quess East Bengal for taking money for a fitness watch
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X