For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনার কারণে ফুটবলের চেয়েও ক্রিকেটে বেশি ক্ষতি হতে চলেছে, কেন মনে করছেন বাইচুং

করোনার কারণে ফুটবলের চেয়েও ক্রিকেটে বেশি ক্ষতি হতে চলেছে, কেন মনে করছেন বাইচুং

  • |
Google Oneindia Bengali News

করোনা ধাক্কায় বিশ্বজুড়ে খেলার দুনিয়ায় ক্ষতি। ভাইরাসের কারণে প্রায় আড়াই মাস খেলার দুনিয়া বন্ধ থেকেছে। এরপর জার্মানির বুন্দেসলিগা ও দক্ষিণ কোরিয়ার কে লিগ দিয়ে খেলার দুনিয়ায় প্রত্যাবর্তন। তবে ফুটবলের দুই টুর্নামেন্টেই এখন ফাঁকা মাঠে হচ্ছে। ক্রিকেট ফিরলেও করোনা উদ্বেগে ফাঁকা মাঠেই ম্যাচ করতে হবে মনে করেছে সব মহল। সেক্ষেত্রে করোনার কারণে ফুটবলের চেয়েও ক্রিকেটে বেশি ক্ষতি হতে চলেছে মনে করছেন দেশের প্রাক্তন ফুটবলার বাইচুং ভুটিয়া

কেন এমন মত

কেন এমন মত

বাইচুংয়ের মতে দর্শকশূন্য মাঠে খেলা হলে ফুটবলের চেয়েও ক্রিকেট আরও বেশি ধাক্কা খেতে চেলেছে।

জনপ্রিয়তায় ভারতে ক্রিকেট সবচেয়ে এগিয়ে

জনপ্রিয়তায় ভারতে ক্রিকেট সবচেয়ে এগিয়ে

ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা। ফাঁকা মাঠে ক্রিকেট ভাবাই যায় না, সেখানে করোনা ধাক্কার কারণে দিনের পর দিন ফাঁকা মাঠে ম্যাচ আয়োজন করতে হলে ক্রিকেট বড় ক্ষতির সামনে দাঁড়িয়ে বলে বাইচুং মনে করেছেন।

বাইচুং যা বলেছেন

বাইচুং যা বলেছেন

বাইচুং বলেছেন, 'করোনার পর ফাঁকা মাঠে ফুটবল খেলা হচ্ছে। জার্মানিতে ফুটবল ফাঁকা মাঠে হচ্ছে। ফাঁকা মঠে ফুটবল করা গেলেও ক্রিকেট শুরু করা কঠিন। ‌ফুটবলে সবসময় অ্যাকশন থাকে। টিভিতে দেখতে খারাপ লাগে না। বুন্দেসলিগার ম্যাচ আমি টিভিতে দেখছি। কিন্তু ফাঁকা মাঠে ক্রিকেট হলে খেলার জৌলুস হারাতে চলেছে। '

টেস্টের উদাহরণ টানলেন বাইচুং

টেস্টের উদাহরণ টানলেন বাইচুং

বাইচুং আরও বলেন, 'টেস্ট ক্রিকেটে অ্যাকশন কম, ধৈর্য বেশি। টেস্টে গ্যালারিতে দর্শক হয় না। একে টেস্ট ক্রিকেটে দর্শক ফেরানোর জন্য বিশ্বজুড়ে নতুন পরিকল্পনা চলছে। সেখানে সীমিত ওভারের ক্রিকেট এবার ফাঁকা মাঠে হলে দর্শকরা আগ্রহ হারিয়ে ফেরতে পারে।'

জীবনের অন্যতম সেরা ইনিংসে আম্পায়ারের ভুলে আউট হয়েছিলেন সচিন তেন্ডুলকর!জীবনের অন্যতম সেরা ইনিংসে আম্পায়ারের ভুলে আউট হয়েছিলেন সচিন তেন্ডুলকর!

English summary
Cricket will suffer more than football, why former indian footballer Bhaichung Bhutia thinks that
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X