For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগে ব্যর্থতার জন্য আলেসান্দ্রোকে আক্রমণ ইস্টবেঙ্গল কোচের, শহর ছাড়ার আগে বিস্ফোরক রিভেরা

আই লিগে ব্যর্থতার জন্য আলেসান্দ্রোকে আক্রমণ ইস্টবেঙ্গল কোচের, শহর ছাড়ার আগে বিস্ফোরক রিভেরা

  • |
Google Oneindia Bengali News

আই লিগে ব্যর্থতার জন্য ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ আলেসান্দ্রো মেনেন্দেজকে দায়ী করলেন বর্তমান প্রশিক্ষক মারিও রিভেরা। করোনা ভাইরাসের আতঙ্কে শহর ছাড়ার আগে স্প্যানিশ কোচ জানিয়ে গেলেন, আরও আগে সুযোগ পেলে তিনি দলের খেলায় পরিবর্তন আনতে পারতেন।

মারিও-ই কোচ

মারিও-ই কোচ

স্প্যানিশ কোচ আলেসান্দ্রো মেনেন্দেজের সহকারি হিসেবে ইস্টবেঙ্গলে এসেছিলেন মারিও রিভেরা। কোচের সঙ্গে বনিবনা না হওয়ায় দেশে ফিরে গিয়েছিলেন মারিও। গত জানুয়ারিতে কলকাতায় ফিরে এসে আলেসান্দ্রোর পরিবর্তে দায়িত্ব সামলাচ্ছিলেন রিভেরা। সেই তাঁকেই আগামী মরশুমের জন্যও ইস্টবেঙ্গলের কোচ হিসেবে দেখা যেতে পারে বলে সূত্রের খবর। মারিও-র পাশাপাশি ফিজিও কার্লোসকেও পরের মরশুমের জন্য দায়িত্বে বহাল রাখতে পারে লাল-হলুদ।

ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক

ক্লাব কর্তাদের সঙ্গে বৈঠক

সূত্রের খবর, স্প্যানিশ কোচ মারিও রিভেরা ও তাঁর ডেপুটি ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার, রজত গুহ, সৈকত গঙ্গোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠক সারেন। বৈঠকে লাল-হলুদের প্রাক্তন ফুটবলার আলভিটো ডি'কুনহা ও চন্দন দাসও উপস্থিত ছিলেন বলে খবর। সেই বৈঠকেই আগামী মরশুমের জন্য মারিও রিভেরাকেই কোচ হিসেবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে লাল-হলুদ সূত্রে খবর।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জেরে ২৮ ম্যাচ আগেই বাতিল হয়ে যাওয়া আই লিগ চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। তাদের থেকে ১৬ পয়েন্টের ব্যবধানে থাকা চির-প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গল তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে। শেষের দিকে পরপর ম্যাচ জেতার ফলেই এতদূর পৌছতে পারে লাল-হলুদ। না হলে ফলাফল আরও খারাপ হতে পারত।

আলেসান্দ্রোই দায়ী

আলেসান্দ্রোই দায়ী

স্বদেশী আলেসান্দ্রো মেনেন্দেজের অধীনে ইস্টবেঙ্গলকে ৩২টি ম্যাচ খেলান স্প্যানিশ কোচ মারিও রিভেরা। তার মধ্যে চির-শত্রু মোহনবাগানের বিরুদ্ধে ২-১ গোলের হারও অন্তর্ভূক্ত রয়েছে। ওই ম্যাচের পর ইস্টবেঙ্গল কোচের পদ ছাড়তে হয় আলেসান্দ্রোকে। তাঁকেই দলের এই দুর্দশার জন্য দায়ী করেছেন লাল-হলুদের বর্তমান কোচ রিভেরা। তাঁর কথায়, আলেসান্দ্রো দলের দায়িত্ব হাতে পেয়ে কী করেছেন, তা তিনি জানেন না। অহেতুক চাপ প্রয়োগ করে আলোসান্দ্রো, দলের ফুটবলারদের মনোবল ভেঙে দিয়েছিলেন বলে দাবি রিভারের।

কী পরিকল্পনা

কী পরিকল্পনা

করোনা ভাইরাসের আতঙ্কে শহর ছাড়া আগে ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা জানিয়েছেন, একই দল ধরে রাখতে চান তিনি। যেখানে শেষ করেছেন, সেখান থেকেই তিনি শুরু করতে চান বলে জানিয়েছেন ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিও রিভেরা।

করোনা সংকটের মাঝে রোনাল্ডোদের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে? করোনা সংকটের মাঝে রোনাল্ডোদের জীবন নিয়ে ঝুঁকি নেওয়া হচ্ছে?

English summary
East Bengal coach attacks former manager for the failure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X