For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা এই তারকা ফুটবলার খেলবেন ইস্টবেঙ্গলে

চমক দিল ইস্টবেঙ্গল। ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে খেলা কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার জনি অ্যাকোস্টা জামোরাকে সই করাল লাল-হলুদ শিবির। আসন্ন মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে দেখা যাবে এই তারকা ডিফেন্ডারকে।

Google Oneindia Bengali News

চমক দিল ইস্টবেঙ্গল। ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে খেলা কোস্টারিকার জাতীয় দলের ফুটবলার জনি অ্যাকোস্টা জামোরাকে সই করাল লাল-হলুদ শিবির। আসন্ন মরসুমে লাল-হলুদ জার্সি গায়ে দেখা যাবে এই তারকা ডিফেন্ডারকে। অগস্টে ইস্টবেঙ্গলের সঙ্গে যোগ দেওয়ার কথা এই বিশ্বকাপারের।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলা এই তারকা ফুটবলার খেলবেন ইস্টবেঙ্গলে

জনি অ্যাকোস্টাকে সই করানোর বিষয়ে ইস্টবেঙ্গলের সহ সচিব ডাঃ শান্তিরঞ্জন দাশগুপ্ত বলেন, 'গতকালই জামোরার সঙ্গে চুক্তি সমপন্ন হয়েছে। আমরা আশাবাদী লাল-হলুদ জার্সিতে নিজেকে উজাড় করে দেবেন এই তারকা ডিফেন্ডার।'

যদিও কত টাকায় জনি অ্যাকোস্টাকে দলে নিল ইস্টবেঙ্গল সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সূত্রের খবর দুই বা তিন কোটি টাকায় লাল হলুদে সই করছে অ্যাকোস্টা। তবে, আরও একটি সূত্র থেকে জানা যাচ্ছে, এর থেকে অনেকটা বেশি টাকাতেই নাকি সই করেছেন তিনি।

চলতি বিশ্বকাপে কোস্টারিকার জার্সিতে দুরন্ত পারফর্ম করেন জনি। কোস্টারিকার সেন্ট্রাল ডিফেন্সে তিনিই ছিলেন মূল স্তম্ভ। গ্রুপ পর্যায়ে নেইমারের ব্রাজিলের কাছে কোস্টারিকাকে ২-০ গোলে হারতে হলেও সেই ম্যাচে ফুটবল খেলেন জনি।

<iframe src="https://www.facebook.com/plugins/post.php?href=https://www.facebook.com/EBULTRAS1920/posts/821752031347092&width=500" width="500" height="671" style="border:none;overflow:hidden" scrolling="no" frameborder="0" allowTransparency="true" allow="encrypted-media"></iframe>

২০১১ সালে মার্চ মাসে আর্জেন্তিনার বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে জাতীয় দলের জার্সিতে অভিষেক হয় জনি অ্যাকোস্টা জামোরার।

২০১১ কোপা আমেরিকায় কোস্টারিকর জার্সিতে মাঠে নামেন তিনি। আমেরিকার বিরুদ্ধে ২০১৪ বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী ম্যাচে জাতীয় দলের জার্সিতে প্রথম গোল করেন জনি অ্যাকোস্টা।

২০১৪ বিশ্বকাপে কোস্টারিকার দলেও ছিলেন তিনি। নেদারল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে কোস্টারিকার অন্যতম সম্পদ ছিলেন এই ডিফেন্ডার। জনির দুরন্ত পারফরম্যান্সের কারণেই নির্ধারিত সময় পর্যন্ত রবেন-ভান পার্সিকে আটকে রাখতে সক্ষম হয় কোস্টারিকা। যদিও টাইব্রেকারে তারা ম্যাচটি হেরে যায় ৩-৪ ব্যবধানে।

২০১৮ রাশিয়া বিশ্বকাপের জন্য চলতি বছরের মে মাসে কোস্টারিকার ২৩ জনের দলে ঘোষণা করা হয় অ্যাকোস্টার নাম। গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচেই এই বিশ্বকাপে কোস্টারিকার প্রথম একাদশে ছিলেন অ্যাকোস্টা। ৩৪ বছরের এই ডিফেন্ডার দেশের জার্সিতে খেলেছেন ৬৯টি ম্যাচে। ৬৯টি ম্যাচে দু'টি গোল করেছেন তিনি।

English summary
Costa Rican world cup Johnny Acosta Zamora will play for East Bengal in forthcoming sesson. He played in 2014 Fifa World cup and 2018 Fifa World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X