For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে খেলবেই, নিশ্চিত করে বলতে পারছে না ইস্টবেঙ্গল, উল্টে 'মশালা লিগ' বলে আক্রমণ

আইএসএলে খেলবেই, নিশ্চিত করে বলতে পারছে না ইস্টবেঙ্গল, উল্টে 'মশালা লিগ' বলে আক্রমণ

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে অংশ নেওয়ার ব্যাপারে খুব একটা আত্মবিশ্বাসী নয় ইস্টবেঙ্গল। উল্টে ইন্ডিয়ান সুপার লিগকে 'মশালা লিগ' বলে আক্রমণ করেছেন লাল-হলুদের সহকারি সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দাসগুপ্ত। কেন এমন বললেন তিনি, দেখে নেওয়া যাক।

আই লিগে ইস্টবেঙ্গল

আই লিগে ইস্টবেঙ্গল

করোনা ভাইরাসের জন্য বাতিল হয়ে যাওয়া আই লিগের চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাবের থেকে ১৬ পয়েন্ট কম পেয়ে লিগ তালিকার দ্বিতীয় স্থানে শেষ করেছে ইস্টবেঙ্গল। লিগের শুরুর দিকটা খুব একটা ভালো না হলেও শেষের দিকে দুর্দান্ত খেলেছে লাল হলুদ।

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

আইএসএল খেলতে চায় ইস্টবেঙ্গল

সম্প্রতি ইন্ডিয়ান সুপার লিগ খেলা ক্লাব জামশেদপুর এফসি ও কেরালা ব্লাস্টার্সের যথাক্রমে মহম্মদ রফিক আলি সর্দার ও লোকেন মেইতেই-কে তাদের শিবিরে সই করানোর কথা ঘোষণা করেছে ইস্টবেঙ্গল। আই লিগ খেলা ক্লাব টিআরএইউ এফসি-র তরুণ তারকা ওয়াহেমবাম লুয়াং-কে পরের মরশুমে লাল-হলুদে খেলতে দেখা যাবে। আইএসএলে খেলার প্রস্তুতি নিয়েই ইস্টবেঙ্গলের এই পদক্ষেপ বলে মনে করেন দলের সমর্থকরা।

ফেডারেশনের বৈঠক

ফেডারেশনের বৈঠক

আইএসএলের মার্কেটিং কর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিল ফেডারেশন। সেখানে ইস্টবেঙ্গল নিয়ে কোনও পক্ষই কোনও শব্দ খরচ করেনি বলে খবর। এমনকী আইএসএলে নতুন দলের অন্তর্ভূক্তি নিয়েও ওই বৈঠকে কোনও কথা হযনি বলে ফেডারেশন সূত্রে খবর।

কবে হবে আইএসএল

কবে হবে আইএসএল

ঠিক ছিল, সেপ্টেম্বরে শুরু হবে ২০২০-র আইএসএল। কিন্তু করোনা ভাইরাসের জেরে তা আর সম্ভব নয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে, অক্টোবর-নভেম্বরের আগে আইএসএল শুরু করা সম্ভব নয়। সেক্ষেত্রে এএফসি-র নিয়ং মেনে ৯ মাসের লিগ ও সব দলের ২৭টি করে ম্যাচ আয়োজন করা মুশকিল হয়ে দাঁড়াতে পারে। তার মধ্যে নতুন দলের অন্তর্ভূক্তি সমস্যা বাড়াতে পারে বলে ফেডারেশনের তরফে জানানো হয়েছে।

কী বললেন শান্তিরঞ্জন

কী বললেন শান্তিরঞ্জন

সমর্থকরা চাইলেও করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া কঠিন পরিস্থিতিতে আগামী মরশুমে ইস্টবেঙ্গল আইএসএল খেলবেই, এমনটা আত্মবিশ্বাস নিয়ে বলতে পারছেন না ক্লাবের সহকারি সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দাসগুপ্ত। তবে চেষ্টা জারি রয়েছে বলেও জানিয়েছেন তিনি।

মশালা লিগ

মশালা লিগ

আইএসএলে অংশ নেওয়ার জন্য চেষ্টা চালিয়েও এই টুর্নামেন্টকে মশালা লিগ বলে কটাক্ষও করেছেন ইস্টবেঙ্গলের সহকারি সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দাসগুপ্ত। লিগের কোনও নিয়মই মানছে না আইএসএল। যে টুর্নামেন্টে উত্থান এবং অবনমন নেই, তা কী করে লিগ বলে স্বীকৃত হয়, সে প্রশ্ন তাঁরা এশিয়ান ফুটবল ফেডারেশন বা এএফসি-র কাছে রেখেছেন বলেও জানিয়েছেন ইস্টবেঙ্গল কর্তা।

করোনার জেরে ম্যারাথন লকডাউন, আর্থিক কষ্টে জাতীয় দলের ফুটবলারকরোনার জেরে ম্যারাথন লকডাউন, আর্থিক কষ্টে জাতীয় দলের ফুটবলার

English summary
East Bengal is not confident to be a part of ISL amid coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X