For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগ না আইএসএল? ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা

আই লিগ না আইএসএল? ইস্টবেঙ্গলের ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা

  • |
Google Oneindia Bengali News

করোনা লকডাউনের মাঝে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার ভবিষ্যত্‍ নিয়ে জল্পনা তুঙ্গে। চলতি বছরে আইএসএল খেলতে চলেছে মোহনবাগান। দুই প্রধানের আরেক প্রধান, দেশের প্রধান ফুটবল লিগ খেলে কিনা, সেই নিয়ে এবার নতুন করে জল্পনা শুরু।

এটিকে সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে মোহনবাগান

এটিকে সঙ্গে যুক্ত হয়ে আইএসএলে মোহনবাগান

এটিকের সঙ্গে গাঁটছড়া বেঁধে আসন্ন ফুটবল মরসুমে আইএসএল খেলতে চলেছে মোহনবাগান। দুই ক্লাবের এই সংযুক্তিকরণ বাংলা ফুটবলকে নতুন দিশা দেবে বলে মনে করা হচ্ছে। এরপর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে স্পনসর জোগাড় করে এবছরই আইএসএল খেলার দাবি তোলা হয়।

করোনা আবহ ও স্পনসর জট

করোনা আবহ ও স্পনসর জট

কিন্তু দেশজুড়ে এখন করোনা উদ্বেগ। দেশে ৭০ হাজারের বেশি নাগরিক ভাইরাসে সংক্রমিত। যারপর মঙ্গলবার চতুর্থ দফার লকডাউনের ইঙ্গিত দিয়ে রেখেছেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে লকডাউন বাড়তে থাকায় ইস্টবেঙ্গলের স্পনসর জট লেগেই রয়েছে। লকডাউনের কারণে বিশ্বের সর্বত্র ফুটবল ধাক্কা খেয়েছে। ফলে ফুটবলে এখন নতুন স্পনসর জোগাড় করে আইএসএল খেলা বেশ কঠিন।

 কার্যকরী কমিটির বৈঠক

কার্যকরী কমিটির বৈঠক

এর মাঝেই এবার আই লিগ ক্লাবদের বৈঠকে ইস্টবেঙ্গলের যোগদান নতুন মাত্রা পেল। বুধবার বিকেলে ফেডারেশনের কার্যকরী কমিটির বৈঠক রয়েছে। যে বৈঠকে আই লিগে বিদেশি কমানো নিয়ে ফেডারেশন চূড়ান্ত মত জানাবে।

আই লিগের ক্লাবগুলির সঙ্গে ফেডারেশেনের বৈঠক

আই লিগের ক্লাবগুলির সঙ্গে ফেডারেশেনের বৈঠক

কার্যকরী কমিটির আজকের বৈঠকের আগে বিদেশি নিয়ে আই লিগ ক্লাবদের মতামত নেয় ফেডারেশন। সোমবার সন্ধ্যেয় ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আই লিগ ক্লাবদের সঙ্গে ফেডারেশন কর্তারা বৈঠক করেন।

আই লিগের ক্লাবেদের বৈঠকে ইস্টবেঙ্গল

আই লিগের ক্লাবেদের বৈঠকে ইস্টবেঙ্গল

সেই বৈঠকেই ইস্টবেঙ্গল আই লিগের প্রতিনিধি হিসেবে যোগ দেয়। তবে কী, আইএসএল না ধরেই এগোচ্ছে ইস্টবেঙ্গল! ময়দানে ফের নতুন করে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়ে গেল।

বৈঠকে ছিল না মোহনবাগান

বৈঠকে ছিল না মোহনবাগান

আসন্ন মরসুমে এটিকের সঙ্গে জুড়ে মোহনবাগান আইএসএল খেলবে স্থির। সেকারণে স্বাভাবিকভাবেই আই লিগ চ্যাম্পিয়ন মোহনবাগানকে ফেডারেশেনের এই বৈঠকে ডাকা হয়নি। আই লিগের অন্য ক্লাবগুলির মতো ইস্টবেঙ্গলকে এই বৈঠকে ডাকা হয়েছিল।

বৈঠকে ইস্টবেঙ্গল

বৈঠকে ইস্টবেঙ্গল

আই লিগ ক্লাবের সোমবারের এই বৈঠকে ইস্টবেঙ্গল ক্লাবের প্রতিনিধির সঙ্গে কোয়েস ইস্টবেঙ্গলেরও প্রতিনিধি ছিলেন। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল আই লিগ খেলছে ধরে নিয়েই এগোচ্ছে ফেডারেশন।

ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে আসরে মুখ্যমন্ত্রী

ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে আসরে মুখ্যমন্ত্রী

অন্যদিকে লাল-হলুদের শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন শতবর্ষে ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজে উদ্যোগ নিয়েছেন। প্রফুল প্যাটেলকে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্টবেঙ্গলের আইএসএল খেলার বিষয় নিয়ে অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।

ফেডারেশন কর্তাকে মুখ্যমন্ত্রীর অনুরোধ

ফেডারেশন কর্তাকে মুখ্যমন্ত্রীর অনুরোধ

ইস্টবেঙ্গল কর্তা আরও জানান, ইস্টবেঙ্গলের আইএসএলে খেলা নিয়ে সম্প্রতি ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কথাও বলেছেন। এরপরই ক্লাবের পক্ষ থেকে আইএসএল খেলা নিয়ে আশার আলো।

আইএসএল খেলা নিয়ে প্রফুল প্যাটেলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল

আইএসএল খেলা নিয়ে প্রফুল প্যাটেলকে চিঠি দিয়েছে ইস্টবেঙ্গল

দেবব্রত সরকার আরও জানিয়েছেন মুখ্যামন্ত্রী ক্লাবকর্তাদের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন কর্তা প্রফুল প্যাটেলের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছেন। এরপর ক্লাবের পক্ষ থেকে ফেডারেশন প্রেসিডেন্টকে আইএসএল খেলার বিষয় নিয়ে চিঠিও দেওয়া হয়েছে।

অর্জুন পুরস্কারের জন্য কোন দুই ফুটবলারের নাম মনোনয়ন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনঅর্জুন পুরস্কারের জন্য কোন দুই ফুটবলারের নাম মনোনয়ন করল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন

English summary
East Bengal joins AIFF's i league meeting, question raise on East Bengal's ISL-call
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X