For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেফারি নিগ্রহে ইস্টবেঙ্গলের কোচ- ম্যানেজার- ফুটবলারদের কড়া শাস্তি

কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচে রেফারি নিগ্রহের ঘটনায় শাস্তি পেলেন দুই ফুটবলার।রেফারি নিগ্রহে অভিযুক্ত ইস্টবেঙ্গলের দুই ফুটবলার মেহতাব সিং ও ডিকা রালতেকে এক লক্ষ টাকা জরিমানা

  • |
Google Oneindia Bengali News

কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচে রেফারি নিগ্রহের ঘটনায় শাস্তি পেলেন দুই ফুটবলার। রেফারি নিগ্রহে অভিযুক্ত ইস্টবেঙ্গলের দুই ফুটবলার মেহতাব সিং ও ডিকা রালতেকে এক লক্ষ টাকা জরিমানা ও এক ম্যাচ নির্বাসনের নির্দেশ দিল আইএফএ। সেক্ষেত্রে ঘরোয়া লিগে কালিঘাটের বিরুদ্ধে আজকের ম্যাচে দলে থাকতে পারবেন না দুই ফুটবলার।

রেফারি নিগ্রহে ইস্টবেঙ্গলের কোচ- ম্যানেজার- ফুটবলারদের কড়া শাস্তি

৭২ ঘন্টার মধ্যে জরিমানার টাকা না দিতে পারলে অবশ্য বড়সড় শাস্তির মুখে পড়তে হবে। সেক্ষেত্রে এক বছরের নির্বাসনের মুখে পড়বেন দুই ফুটবলার। এছাড়া ইস্টবেঙ্গলের ম্যানেজার দেবরাজ চৌধুরি ও গোলকিপার কোচ অভ্র মণ্ডলকে এক বছরের জন্য নির্বাসিত করা হয়েছে।

বুধবার দুঘন্টার বৈঠকের পর আইএফএ-র শৃঙ্খলারক্ষা কমিটি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এই শাস্তি অবশ্য আই লিগে প্রোযোজ্য নয়, সেক্ষেত্রে কলকাতা লিগের পরের পাঁচ ম্যাচে ডাগআউটে থাকতে পারবেন না দেবরাজ চৌধুরি। দু'জনেই পরবর্তী সময়ে আইএফএ-র কাছে শাস্তি কমানোর আবেদন করতে পারেন।

প্রসঙ্গত কলকাতা লিগে ইস্টবেঙ্গল-পিয়ারলেস ম্যাচ শেষের পর রেফারির হাত ধরে লাল-হলুদ ফুটবলাররা টানাটানি করেন।ফুটবলারদের পাশাপাশি দলের ম্যানেজার দেবরাজ চৌধুরি, গোলকিপার কোচ অভ্র মণ্ডল রেফারির দিকে তেড়ে গিয়েছিলেন। খেলার শেষে রেফারির সঙ্গে এই আচরণের জন্য মাঠেই দেবরাজকে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার ভৎর্সনা করেছিলেন।

English summary
east bengal manager and goal keeper coach suspended for 1 year, 2 players ban for 1 match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X