For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেতন অমিল, কোয়েসের বিরুদ্ধে এফপিএআই-র দ্বারস্থ ইস্টবেঙ্গলের ফুটবলাররা

বেতন অমিল, কোয়েসের বিরুদ্ধে্ এফপিএআই-র দ্বারস্থ ইস্টবেঙ্গলের ফুটবলাররা

  • |
Google Oneindia Bengali News

চুক্তিভঙ্গ করেছে কোয়েস। মিলবে না এক মাসের বেতন। প্রতিবাদে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হলেন ইস্টবেঙ্গলের তিন ফুটবলার। প্রয়োজনে আইনি পথও অবলম্বন করতে পারেন নাম প্রকাশে অনিচ্ছুক লাল-হলুদের ওই তিন খেলোয়াড়।

কোয়েসের চুক্তিভঙ্গ

কোয়েসের চুক্তিভঙ্গ

করোনা ভাইরাসের জেরে জরুরিকালীন পরিস্থিতির অজুহাত দেখিয়ে নির্ধারিত সময়ের এক মাস আগেই ইস্টবেঙ্গলের ফুটবলারদের সঙ্গে চুক্তি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছে কোয়েস। লাল-হলুদের কর্তারা এ ব্যাপারে তীব্র আপত্তি তুললেও বিনিয়োগকারী সংস্থা কোনও কথাই শুনতে রাজি নয় বলে সূত্রের খবর।

ফুটবলারদের বেতন নেই

ফুটবলারদের বেতন নেই

চুক্তি অনুযায়ী চলতি মরশুমের শেষ পর্যন্ত ইস্টবেঙ্গলের ফুটবলারদের বেতন দেওয়ার দায়িত্ব কোয়েসের। ৩১ মে পর্যন্ত বেতন পাওয়ার কথা ফুটবলারদের। কিন্তু সূত্রের খবর, কোয়েস কর্তা সঞ্জিত সেন নাকি ই-মেলের মাধ্যমে লাল-হলুদ খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন যে ৩০ এপ্রিলেই শেষ হচ্ছে চুক্তি। তাই মে মাসের পারিশ্রমিক পাবেন না ইস্টবেঙ্গলের ফুটবলাররা।

কোচের চিঠি

কোচের চিঠি

সূত্রের খবর, ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ মারিয়ো রিভেরা কোয়েসের এই আচরণের তীব্র নিন্দা করেছেন। টিম ম্যানেজমেন্টকে তিনি নাকি এ ব্যাপারে লম্বা চিঠিও দিয়েছেন। সদুত্তর না পেলে লাল-হলুদ কোচ এ ব্যাপারে ফিফার দ্বারস্থ হতে পারেন বলে সূত্রের খবর। তাঁরই সঙ্গে ইস্টবেঙ্গলের কয়েকজন ফুটবলারও কোয়েসের বিরুদ্ধে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থায় অভিযোগ জানাতে পারেন বলেও খবর।

অনড় কোয়েস

অনড় কোয়েস

তবে কোয়েসের দাবি, ফুটবলাররা যদি ফিফাতেও যান, তাতেও কোনও লাভ নেই। কারণ করোনা ভাইরাসের জেরে তৈরি হওয়া পরিস্থিতিতে বিশ্বের সর্বোচ্চ ফুটবল নিয়ামক সংস্থা নাকি ফুটবলারদের বেতন কম নেওয়ার বার্তা দিয়েছে বলে দাবি ইস্টবেঙ্গলের বিনিয়োগকারী সংস্থার।

এফপিএআই-র দ্বারস্থ

এফপিএআই-র দ্বারস্থ

সূত্রের খবর, মে মাসের বেতন চুকিয়ে দিক কোয়েস, এই দাবিতে ফুটবল প্লেয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া বা এফপিএআই-র দ্বারস্থ হলেন ইস্টবেঙ্গলের তিন ফুটবলার। তাঁদের দেখাদেখি দলের অন্যান্য ফুটবলাররাও একে একে কোয়েসের বিরুদ্ধে এফপিএআই-র কাছে অভিযোগ জমা দিতে পারেন বলেও সূত্রের খবর।

English summary
East bengal's players approch FPAI regarding the salary
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X