For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে লিগ শীর্ষে থাকা ক্লাব পাচ্ছে ৫ কেজি ওজনের রুপোর ট্রফি, সঙ্গে ৫০ লাখ পুরস্কার

আইএসএলে লিগ শীর্ষে থাকা ক্লাব পাচ্ছে ৫ কেজি ওজনের রুপোর ট্রফি, সঙ্গে ৫০ লাখ পুরস্কার

  • |
Google Oneindia Bengali News

ইন্ডিয়ান সুপার লিগে এবার নতুন ট্রফি। গ্রুপ লিগের শীর্ষে শেষ করা দল পাবে ৫ কেজি ওজনের রুপোর ট্রফি ও ৫০ লক্ষ টাকা পুরস্কার। নতুন এই ট্রফির নাম দেওয়া হয়েছে 'লিগ উইনার শিল্ড'। বুধবার আইএসএলের প্রমোটার ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড (এফএসডিএল) এই ট্রফির উন্মোচন করে। আইএসএল চ্যাম্পিয়ন ট্রফির আদলে এই ট্রফি তৈরি করা হয়েছে। গতবার চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এফসি ৮ কোটি ও রানার্স চেন্নাইয়ান এফসি ৪ কোটি টাকা পেয়েছিল।।

লিগ উইনার শিল্ড কোন দলের হাতে উঠতে চলেছে

অন্যদিকে বুধবার এবারের আইএসএলে লিগ পর্বে কারা টেবিল টপার নির্ণয় হয়ে গেল।এবছর পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে থেকে লিগ পর্যায় শেষ করল এফসি গোয়া। ফলে আইএসএলের এই ট্রফি গোয়ার হাতে উঠতে চলেছে। ১৮ ম্যাচ শেষে এফসি গোয়া ৩৯ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে রয়েছে। বুধবার গোয়া প্রতিপক্ষ জামেশদুপরকে তাদের মাঠে ৫-০ গোলে হারিয়েছে।

ইতিহাস গড়েছে গোয়া

লিগ শীর্ষে শেষ করার সুবাদে ভারতের প্রথম ক্লাব হিসেবে গোয়া এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে খেলার যোগ্যতা পেল। প্লে অফে খেলার সময় এফসি গোয়ার হাতে লিগ উইনার শিল্ড ও ৫০ লক্ষ টাকার পুরস্কার তুলে দেওয়া হবে।

লিগ শীর্ষের দৌড়ে ছিল এটিকে

লিগ শীর্ষের দৌড়ে ছিল এটিকে

উল্লেখ্য গোয়ার সঙ্গে এবছর লিগ শীর্ষে শেষ করার দৌড়ে এটিকেও ছিল। ১৭ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে এটিকে অবশ্য দ্বিতীয় স্থানে রয়েছে। শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে এটিকে লিগের শেষ ম্যাচ জিতলেও ৩৬ পয়েন্টে শেষ করবে। সেক্ষেত্রে ৩৯ পয়েন্টে থাকা গোয়াকে এটিকে-র টপকে যাওয়ার সুযোগ নেই। ইতিমধ্যে গোয়া ও এটিকে দুটি দলই আইএসএল নক-আউটে খেলার যোগ্যতা অর্জন করেছে।

চেন্নাই জিতলেও দ্বিতীয় স্থানেই থাকবে এটিকে

চেন্নাই জিতলেও দ্বিতীয় স্থানেই থাকবে এটিকে

বেঙ্গালুরু শেষ ম্যাচ জিতলে সেক্ষেত্রে সুনীলরা ৩২ পয়েন্টে পৌঁছবে। ৩৩ পয়েন্ট থাকার সুবাদে শেষ ম্যাচ হেরেও এটিকে দ্বিতীয় স্থানেই থাকবে।

English summary
Fc Goa win League Winners Shield for ISL, win 5 kg silver trophy, 50 Lakh cash prize
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X