For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯: নাটকীয় প্রত্যাবর্তন! ঘরের মাঠে শেষ মুহূর্তের জোড়া গোলে জিতল নর্থইস্ট

ইন্ডিয়ান সুপার লিগ ২০১৮-১৯-এ কেরল ব্লাস্টার্স বনাম নর্থইস্ট ইউনাইটেড এফসি ম্যাচের রিপোর্ট। 

  • |
Google Oneindia Bengali News

শুক্রবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় গুয়াহাটির ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচের একেবারে শেষ মুহূর্তে নাটকীয় গোলে জয় পেল নর্থইস্ট ইউনাইটেড এফসি। ইনজুরি টাইমে দুই গোল করে, ঘরের মাঠে প্রথম ৩ পয়েন্ট পেল এলকো শাতোরির দল।

আইএসএল ২০১৮-১৯: ঘরের মাঠে নাটকীয় প্রত্যাবর্তন!

ম্যাচের ৭৩ মিনিটের মাথাতেই মাতেজ প্রপ্লাতনিকের গোলে ০-গোলে এগিযে গিয়েছিল কেরল ব্লাস্টার্স। নির্ধারিত সময়ের একেবারে শেষ, ইনজুরি টাইমে (৯০+৩') যখন সবাই ধরেই নিয়েছেন ঘরের মাঠে এদিনও ৩ পয়েন্ট পেল না নর্থ ইস্ট ঠিক তখনই হুয়ান মাশ্চিয়াকে নিজেদের বক্সে ফাউল করে বসেন সন্দেশ ঝিঙ্গন।

পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি ওগবেচে। এ ঠিক তিন মিনিট পরেই আরও একটি গোল করেন সেই মাশ্চিয়া। নিখিল কদমের পাস থেকে বল ধরে রোলিন বোর্গেস তাঁর মার্কারকে কাটিয়ে পাস দিয়েছিলেন মাশ্চিয়াকে। তাঁর তীব্র গতির শটের কোনও জবাব ছিল না ব্লাস্টার্স গোলকিপার ধীরাজ সিং-এর কাছে।

ফলে ২-১ ফলে ম্যাচ জিতে যায় নর্থ ইস্ট। এর ফলে ৮ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে এলকো শাতোরির দল লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে এল। আর পর পর তিন ম্যাচ হেরে কেরল ব্লাস্টার্স রইল সপ্তম স্থানে।

অথচ এদিন সারা ম্যাচে দুর্দান্ত কিপিং করেন ভারতের অনুর্ধ-১৭ দলের হযে বিশ্বকাপ খেলা এই গোলরক্ষক। নাহলে প্রথমার্ধেই ওগবেচে হ্যাট্রিক করে ফেলতে পারতেন। সন্দেশ ঝিঙ্গনও কিন্তু ওই মারাত্মক ভুলটি ছাড়া বাকি ৯০ মিনিট বেশ ভাল খেলেছেন।

আইএসএল ২০১৮-১৯: ঘরের মাঠে নাটকীয় প্রত্যাবর্তন!

কেরলের হয়ে ভাল খেলার সাক্ষর রাখেন তাঁদের দুই পাহাড়ি মিডফিল্ডার হোলিচরণ নার্জারি ও সেমিনলেন ডঞ্জেলও। কিন্তু তাঁদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায় নর্থইস্টের শেষ মুহূর্তের নাটকীয় প্রত্যাবর্তনে।

English summary
The report of the match between Kerala Blasters and NorthEast United FC in Indian Super League 2018-19. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X