For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯: শ্লীলতাহানি থেকে কোচ বিদায় - এই মরসুমের ৫ বিতর্কিত ঘটনা


 অর্ধেক পথ পার করে ফেলল আইএসএল ২০১৮-১৯। দেখে নিন এই মরসুমে এখনও পর্যন্ত ঘটা ৫ টি বিতর্কিত বিষয়। 
 

  • |
Google Oneindia Bengali News

আইএসএল ২০১৮-১৯'এর অর্ধেক মরসুম অতিক্রান্ত। শনিবারই এটিকে তাদের সপ্তম রাউন্ডের ম্যাচ খেলেছে এফসি পুনে সিটির বিরুদ্ধে। এই মরসুমে পুনে এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি।

এখনও অবধি লিগ টেবিলের শীর্ষে আছে এফসি গোয়া। তাদের পয়েন্ট ৬ম্যাচে ১৩। সমসংখ্যক পয়েন্টে আছে বেঙ্গালুরু এফসি ও মুম্বই সিটি এফসিও। তবে প্রথম দল গোয়ার থেকে ১ ম্যাচ কম খেলেছে, আর পরের দলটি ১ ম্য়াচ বেশি। তবে জয়-পরাজয়ের হিসেবের বাইরেও বেশ কিছু বিতর্কিত বিষয় নিয়ে জমে উঠেছে এবারের লিগ। তার কোনোটি মাঠের বাইরের, কোনোটি ভিতরের। মাইখেল বেঙ্গলি এরকমই পাঁচটি বিতর্ককে তুলে আনল।

পর্তুগালের বিদায়

পর্তুগালের বিদায়

গত মরসুমে রাঙ্কো পোপোভিচের কোচিংয়ে লিগের প্রথম চার দলের মধ্যে শেষ করেছিল এফসি পুনে সিটি। এইবার দলকে আরও উপরে তুলে নিয়ে যাওয়ার জন্য পশ্চিম ভারতের দলটি কোচ বদে এনেছিলেন মিগেল এঞ্জেল পর্তুগালকে। কিন্তু দলকে উপরে নিয়ে যাওয়া তো দূর একেবারে তলানিতে নামিয়ে ফেলেন তিনি। প্রথম তিন ম্য়াচে দিল্লি ডায়নামোসের বিরুদ্ধে ১-১ ড্র এবং মুম্বই সিটির বিরুদ্ধে ০-২ ও বেঙ্গালুরুর বিরুদ্ধে ০-৩ ফলে হারের পরই ক্লাবকর্তারা তাঁকে বিদায় জানান। আপাতত দায়িত্ব দেওয়া হয়েছে প্রদ্যুম রেড্ডিকে। কিন্তু ৭ ম্যাচ পরেও পুনের পয়েন্ট ২। তারাই লিগে সবার শেষে আছে।

সর্বকনিষ্ঠ গোলদাতা

সর্বকনিষ্ঠ গোলদাতা

টুর্নামেন্টের শুরুর দিকেই বেঙ্গালুরুর বিরুদ্ধে গোল করেছিলেন জামশেদপুরের 'ষোল' বছরের ফুটবলার গৌরব মুখি। আর তারপর থেকেই তিনি খবরে রয়েছেন। কারণ আইএসএল-এ 'ষোল' বছর বয়সী হিসেবে নথিভুক্ত হওয়ার কারণে তাঁকে আইএসএল-এর সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে জানানো হয়। কিন্তু তাঁর পুরুষ্ট গোঁফ ও অন্যান্য শারীরিক বৈশিষ্ট দেখএ তাঁর বয়স ১৬ বছরের থেকে অনেক বেশি বলে মনে হয়। শুধু তাই নয়, ২০১৫ সালেই তিনি এক জাতীয় স্তরের অনুর্ধ্ব১৫ টুর্নামেন্ট খেলতে গিয়ে আরও তিন ফুটবলারের সঙ্গে বয়স ভাঁড়ানোর অভিযোগে ধরা পড়েছিলেন। যার জেরে জেতা ট্রফি ফিরিয়ে দিতে হয় তাঁর রাজ্যকে। কাজেই তাঁর বয়স কোনও অঙ্কেই ১৬ হতে পারে না। এই নিয়ে ফেডারেশন তদন্ত করছে।

উল্টো ব্যানার

উল্টো ব্যানার

এই মরসুমের অর্ধেক পেরিয়ে গেলেও দিল্লি ডায়নামো এখনও বলার মতো কিছুই করে উঠতে পারেনি। তাদের খেলা দেখে তাদের সমর্থকরা যারপরনাই বিরক্ত ও হতাশ। এমনকী ঘরের মাঠে ম্যাচ চলাকালীন তাদের একটি ফ্য়ান ক্লাবের সদস্যরা, দলকে উৎসাহ দিতে আনা একটি ব্য়ানার, গ্যালারিতে উল্টো করে ঝুলিয়ে দেয়। ক্লাবের ম্যানেজমেন্টের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এই কাজ করা হয়েছে বলে জানিয়েছেন ওই ফ্য়ান ক্লাবের সদস্যরা। কিন্তু তাতেও বিশেষ কাজ হয়নি। ৮টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে তাদের। পুনের মতো ডায়নামোসও এখনও জয় হাতড়াচ্ছে। তবে পুনের চেয়ে ২টি ম্য়াচ কম হারায় ২ পয়েন্ট বেশি আছে তাদের।

আমি যদি কোচ হতাম...

আমি যদি কোচ হতাম...

দিল্লি ডায়নামোসকে জড়িয়েই এই বিতর্ক। জন্ম দিয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির কোচ এলকো শাতোরি। এবারের লিগের অন্যতম সেরা কোচ হিসেবে বিবেচিত হচ্ছেন এই ডাচ কোচ। কিন্তু দিল্লিতে ম্যাচের আগের দিন সাংবাদিক সম্মেলনে তাঁর এক মন্তব্য বিতর্কের ঝড় তুলে দেয়। দিল্লি কতটা ভাল দল, তা বলতে গিয়ে তিনি বলেন 'আমি যদি দিল্লির কোচ হতাম, তারা এখন প্রথম তিনে থাকত।' পরের দিনই অবশ্য ম্য়াচ-পরবর্তী সাংবাদিক সম্মেলনে ওই মন্তব্য করার জন্য ক্ষমা চেয়ে নেন তিনি।

সমর্থকদের অভদ্রতা

সমর্থকদের অভদ্রতা

ফুটবল মাঠে গুন্ডামি, বর্ণবৈষম্যমূলক আচরণ, অভদ্র আচরণ - কলকাতা থেকে ওল্ড ট্রাফোর্ড সব মাঠেই একাংশের দর্শকদের মধ্যে দেখা যায়। ইন্ডিয়ান সুপার লিগও তার বাইরে রইল না। এফসি গোয়ার মাঠে খেলা দেখতে গিয়ে চরম হেনস্থার স্বীকার হতে হয় এফসি পুনে সিটির সমর্থকদের। এনিয়ে আইএসএল কর্তৃপক্ষের কাছে পুনে সরকারি অভিযোগও জানিয়েছে। জানা গিয়েছে অ্যাওয়ে সমর্থকদের জন্য নির্ধারিত স্ট্যান্ডেও কিছু গোয়ার সমর্থক বসেছিল। ম্যাচে গোয়া গোল করা শুরু করতেই সেই গোয়ার ফ্য়ানরা অফসি পুনে সিটির সমর্থকদের নানাভাবে হেনস্থা করতে শুরু করে। এমনকী এক মহিলাদের শ্লীলতাহানির অভিযোগও রয়েছে।

English summary
ISL 2018-19 has crossed the halfway mark. Here we discuss 5 controversies from the league so far in this season.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X