For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নতুন কোচের ব্লাস্টার্স বনাম শক্তি বাড়ানো এটিকে! ফিরছে আইএসএল, মিলতে পারে প্লেঅফের রাস্তা

আইএসএল ২০১৮-১৯'এ কেরল ব্লাস্টার্স বনাম এটিকে-এর ম্যাচের প্রিভিউ। এছাড়া, জেনে নিন কখন এবং কোথায় এই ম্যাচ দেখা যাবে।

  • |
Google Oneindia Bengali News

লম্বা আন্তর্জাতিক বিরতি কাটিয়ে শুক্রবার (২৫ জানুয়ারি) থেকে শুরু হতে চলেছে আইএসএল ২০১৮-১৯ মরসুমের দ্বিতীয় তথা শেষ পর্ব। আর তার সুচনা হচ্ছে কোচির জওহরলাল নেহরু স্টেডিয়ামে কেরল ব্লাস্টার্স ও এটিকের মধ্যে ম্য়াচ দিয়ে। এবারের লিগ শুরুর ম্যাচেও কলকাতার মাঠে এই দল মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ২-০ গোলে জয় পেয়েছিল কেরলের দলটি।

তারপর থেকে অবশ্য অনেক কিছু পাল্টে গিয়েছে। ওই একটি ম্যাচে ছাড়া এখনও পর্যন্ত আর একটিও ম্যাচ জিততে পারেনি ব্লাস্টার্স। মুম্বই এফসির বিপক্ষে ৬ গোলের লজ্জার পর চাকরি হারিয়েছেন কোচ ডেভিড জেমস। নতুন দায়িত্ব নিয়েছেন নেলো ভিনগাদা। এটিকের দলেও ট্রান্সফার উইন্ডোতে যোগ দিয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। আবার চোট কাটিয়ে ফিরেছেন পুরনো কিছু মুখও।

কেরল ব্লাস্টার্স দলের খবর

কেরল ব্লাস্টার্স দলের খবর

এখনও অবধি ঘরের মাঠে ৬টি ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি কেরল ব্লাস্টার্স। শুক্রবারই দলের কোচ হিসেবে প্রথম পরীক্ষায় বলবেন ভিনগাদা। জেমস সন্দেশ ঝিঙ্গনকে ফুল্য়াক হিসেবে ব্য়বহার করলেও, নতুন কোচ সম্ভবত সন্দেশকে তাঁর পছন্দের সেন্ট্রাল মিডফিল্ডেই খেলাবেন।

এশিয়া কাপে জাতীয় দলের জার্সিতে খেলতে গিয়ে বাহরিন ম্য়াচে চোট পেয়ে উঠে যেতে হয়েছিল রক্ষণের আরেক খেলোয়াড় আনাসকে। তবে শুক্রবার তিনি প্রথম একাদশে খেলার জন্য তৈরি।

কলকাতার মাঠে এই ম্য়াচে দ্বিতীয়ার্ধে গোল করেছিলেন কেরলের মাতেজ পপ্লাতনিক ও স্লাভিসা স্টোজানভিচ। শুক্রবারও সেই পারফরম্য়ান্স ধরে রাখতে চাইবেন তাঁরা।

এটিকে দলের খবর

এটিকে দলের খবর

এটিকে এই মুহূর্তে লিগ টেবিলে ৬ নম্বরে থাকলেও প্লেঅফ পর্বে যাওয়ার জন্য বিরতির সময়টাকে দারুণবাবে কাজে লাগিয়েছএ তারা। এমনিতেই তাদের রক্ষণভাগ বেশ শক্তিশালী ছিল। একমাত্র লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরুই তাদের থেকে বেশি গোল খেয়েছে। জাতীয় দলের রাইটব্য়াক প্রীতম কোটালের যোগদানে রক্ষণ আরোই মজবুত হয়েছে। প্রীতম আক্রমণেও সাহায্য করে থাকেন।

এরসঙ্গে বেঙ্গালুরুর প্রাক্তন আক্রমণাত্বক মিডিও এডু গার্সিয়া যোড দেওয়ায় আক্রমণভাগের শক্তিও বেড়েছে। আক্রমণভাগে চোট সারিয়ে ফিরে এসেছেন নাইজেরিও ফরোয়ার্ড কালু উচেও। ব্লাস্টার্স রক্ষণ ১২ ম্য়াচে ২০ গোল খেয়েছে। তাদের ফক্ষে একসঙ্গে উচে ও গার্সিয়াকে সামলানো সহজ হবে না। অধিনায়ক লাঞ্জারোতে অবশ্য কার্ড সমস্যায় শুক্রবার খেলতে পারবেন না।

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম

মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যান ও সাম্প্রতিক ফর্ম

আইএসএল-এর শুরুর দিন থেকে এটিকে ও কেরল ব্লাস্টার্সের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। তবে মুখোমুখি সাক্ষাতের পরিসংখ্যানে কলকাতার দলটির থেকে অনেকটাই পিছিয়ে আছে কেরলের ক্লাবটি।

কেরল ব্লাস্টার্স-এর জয় - ২
এটিকে-র জয় - ৪
অমিমাংসিত - ৫

লিগের বিরতি পড়ার আগের ম্য়াচে কিন্তু দুই দলই পরাজিত হয়েছে।
কেরল ব্লাস্টার্স - হার-হার-ড্র-ড্র-হার
এটিকে- হার-ড্র-হার-জয়-ড্র-ড্র

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

কেরল ব্লাস্টার্স (৪-৪-২): ধীরাজ সিং, সন্দেশ ঝিঙ্গন, আনাস এডাথোড়িকা, নেমানজা লেকিচ পেসিচ, লালরুত্থারা, কারেজ পেকুসন, সাহাল আব্দুল সামাদ, ক্রিজিতো, সেমিনলেন ডঞ্জেল, মাতেজ পপ্লাতনিক, স্লাভিসা স্টোজানোভিচ

তারকা - সন্দেশ ঝিঙ্গন, স্লাভিসা স্টোজানোভিচ

এটিকে (৪-২-৩-১): অরিন্দম ভট্টাচার্য, প্রীতম কোটাল, আন্দ্রে বাইকি, জন জনসন, রিকি লাল্লাওমাওমা, ভিয়েইরা, প্রণয় হালদার, বলবন্ত, এডু গার্সিয়া, কোমল থাতাল, কালু উচে

তারকা - এডু গার্সিয়া, কালু উচে

কোথায় কখন দেখা যাবে?

কোথায় কখন দেখা যাবে?

কেরল ব্লাস্টার্স বনাম এটিকে
স্থান - জওহরলাল নেহরু স্টেডিয়াম, কোচি
তারিখ - ২৫ জানুয়ারি, শুক্রবার
সময় - সন্ধ্যা ৭.৩০
টিভি - স্টার স্পোর্টস ২/ এইচডি, স্টার স্পোর্টস ১/ এইচডি,
অনলাইন - হটস্টার ও জিওটিভি

English summary
The preview of Kerala Blasters vs ATK ISL 2018-19 match. Also find out when and where the match can be seen.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X