For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে চার বিদেশিতে রাজি ক্লাবগুলি, ২০২১ থেকে চালু নতুন নিয়ম

আইএসএলে চার বিদেশিতে রাজি ক্লাবগুলি, ২০২১ থেকে চালু নতুন নিয়ম

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে চার বিদেশি ফুটবলারের নিয়ম মানতে রাজি হয়েছে ক্লাবগুলি। এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়মকে মান্যতা দিতে রাজি হয়েছে এআইএফএফ ও আইএসএল খেলা ক্লাব। নতুন নিয়মে ইন্ডিয়ান সুপার লিগে খেলতে পারবেন কতজন বিদেশি, তা দেখে নেওয়া যাক।

সর্বাধিক চার জন বিদেশি

সর্বাধিক চার জন বিদেশি

এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম অনুযায়ী যে কোনও লিগে ক্লাবগুলি সর্বাধিক চার জন বিদেশিকে খেলাতে পারবেন। তাঁদের মধ্যে একজন এশিয় কোটার অন্তর্গত ফুটবলার হওয়া আবশ্যিক বলেও নিয়মে উল্লেখ রয়েছে। আইএসএলেও একই নিয়ম চালু করার জন্য ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-কে নির্দেশ দিয়েছিল এএফসি। তা কার্যত মেনে নিয়েছিলেন প্রফুল প্যাটেলরা।

মেনে নিল ক্লাবগুলি

মেনে নিল ক্লাবগুলি

এই ইস্যুতে আইএসএল খেলা ক্লাবগুলির সঙ্গে এক বৈঠক সারেন ভারতীয় ফুটবল ফেডারেশন বা এআইএফএফ-র কর্তারা। সূত্রের খবর, দলের প্রথম একাদশে বিদেশি ফুটবলার রাখার ক্ষেত্রে এশিয়ান ফুটবল কনফেডারেশনের নিয়ম মেনে নিতে রাজি হয়েছে ভারতীয় ক্লাবগুলি। ২০২১-র আইএসএল মরশুম থেকে নতুন নিয়ম কার্যকর করা হতে পারে বলেও খবর।

আই লিগেও এক নিয়ম

আই লিগেও এক নিয়ম

সব ক্লাবের সম্মতিতে আই লিগেও একই নিয়ম চালু করতে চলেছে এআইএফএফ। আগামী মরশুম থেকেই টুর্নামেন্টে সব দলের প্রথম একাদশে সর্বাধিক ৪ জন বিদেশি ফুটবলারকে খেলতে দেখা যাবে। এক জন এশিয় কোটার ফুটবলার থাকবেন বলে জানানো হয়েছে।

আগের নিয়ম

আগের নিয়ম

এশিয়ান ফুটবল কনফেডারেশন বা এএফসি-র আগের নিয়মে কোন ক্লাব সর্বাধিক সাত জন বিদেশিকে সই করাতে পারত। প্রথমে একাদশে খেলতে পারতেন পাঁচ জন বিদেশি ফুটবলার। সেই সংখ্যা এবার কমতে চলেছে।

মাঠে ফিরে ক্রিশ্চিয়ানো যেন ক্ষুদার্থ সিংহ, দেখুন 'পারফেকশনিস্ট' রোনাল্ডোর ভিডিও মাঠে ফিরে ক্রিশ্চিয়ানো যেন ক্ষুদার্থ সিংহ, দেখুন 'পারফেকশনিস্ট' রোনাল্ডোর ভিডিও

English summary
ISL clubs in favour of four foreigners rule for the next season
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X