For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'কামব্যাকের রাজা' সৌরভ! তাঁর সামনে এটিকে দেখাল এভাবেও ফিরে আসা যায়

'কামব্যাকের রাজা' সৌরভ! তাঁর সামনে এটিকে দেখাল এভাবেও ফিরে আসা যায়

  • |
Google Oneindia Bengali News

অসম্ভবকে সম্ভব করে আইএসএল ফাইনালে এটিকে। অ্যাওয়ে ম্যাচে ০-১ পিছিয়ে থাকার চাপ। সেই সঙ্গে এদিন যুবভারতীতে শুরুতেই ০-১ পিছিয়ে পড়া। ম্যাচের ৫ মিনিটেই গোল হজমে গ্যালারির দর্শকদের হতাশ মুখ গুলোই বলে দিচ্ছিল ফাইনালের টিকিট পকটে ঢোকা যেন অনেকটা কঠিন!

দুই লেগ মিলিয়ে সমীকরণ বলছে ফাইনালে যেতে এটিকের তখন ৩ গোল প্রয়োজন। প্রতিপক্ষের নাম বেঙ্গালুরু, আর তেকাঠিতে ভারত সেরা গুরপ্রীত। অনেকেই তখন হাল ছাড়লেও, কঠিন লড়াইয়ে নাছোড় মানসিকতায় অসম্ভবকে সম্ভব করলেন রয় কৃষ্ণা-উইলিয়ামস জুটি।

কৃষ্ণার গোলে কামব্যাক

৩০ মিনিটে প্রবীর দাসের মাপা পাস থেকে বাঁ-পায়ের কেরামতিতে বল জালে ঠেলে দেন কৃষ্ণা। গুরপ্রীত চেষ্টা করলেও তা আটকাতে পারেননি। টুর্নামেন্টে এটি রয় কৃষ্ণার ১৫তম গোল। গোল্ডেন বুটের লড়াইয়ে সবাইকে ছাপিয়ে শীর্ষে এটিকের কৃ্ষ্ণা। সেই গোলের যুবভারতীতে স্কোরলাইন তখন ১-১। প্রথমার্ধে এই স্কোরলাইনেই মাঠ ছাড়ে এটিকে।

দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়া

দ্বিতীয়ার্ধে এরপর তেড়েফুঁড়ে আক্রমণে ঝাঁঝ বাড়ালে ৬৩ মিনিটে বক্সের মধ্যে উইলিয়ামসকে সুরেশ ফাউল করলে পোনাল্টি পায় এটিকে। সেই পোনাল্টি থেকেই গোল করে দলকে ২-১ এগিয়ে দেন উইলিয়ামস। ফাইনালে যাওয়ার জন্য় তখনও দলের আরও এক গোল প্রয়োজন ছিল।

যুবভারতীতে ফ্যানেদের মনে রঙ ছড়ালেন প্রবীর-উইলিয়ামস

সেখানেই ৭৯ মিনিটে মাঠে রঙ ছড়ালেন প্রবীর দাস। ফের একবার ঠিকানা লেখা ক্রসে বল বাড়ান বঙ্গসন্তান। সেই ক্রস থেকেই কামান দাগা হেডে গোল উইলিয়ামসের। গুরপ্রীত সবটুকু দিয়ে চেষ্টা করে শরীর ছুঁড়লেও বল জালে আটকানো থামাতে পারেননি। শেষ পর্যন্ত ৩-১ গোলে ম্যাচ জিতে ও দুই লেগ মিলিয়ে ৩-২ স্কোরলাইনে বেঙ্গালুরুকে হারিয়ে আইএসএল ফাইনালে এটিকে।

ম্যাচের সেরা কে?

ম্যাচে দুটি মাপা ক্রস বাড়িয়ে কৃষ্ণা ও উইলিয়ামকে দিয়ে গোল করিয়ে সেমিফাইনালের দ্বিতীয় লেগের সেরা ফুটবলার প্রবীর দাস।

কত বার ফাইনালে এটিকে

এই নিয়ে তৃতীয়বার আইএসএল ফাইনালে এটিকে। এর আগে ২০১৪ ও ২০১৬ সালে ফাইনাল খেলে এটিকে চ্যাম্পিয়ন হয়েছে। এবার তৃতীয় বার আইএসএল ফাইনালে এটিকে।

ফাইনালে এটিকের প্রতিপক্ষ কে?

ফাইনালে দুবারের চ্যাম্পিয়ন দল চেন্নাইয়ান এফসির বিরুদ্ধে ম্যাচ খেলবে এটিকে। ১৪ মার্চ গোয়ার জওহরলাল নেহেরু ফুটবল স্টেডিয়ামে ৭.৩০ মিনিটে ম্যাচ।

কামব্যাক কিংয়ের সামনে এটিকের কামব্যাক

কেরিয়ারে কঠিন সময়ে বারবার কামব্যাক করে মোটিভেশনের অন্য উদাহরণ তৈরি করেছেন সৌরভ। তা সে দল থেকে বাদ পড়ার পর কামব্যাক হোক বা কেকেআর থেকে বাদ পড়ার পর। ক্রিকেট ছাড়ার পর তাঁর সবচেয়ে বড় কামব্যাক ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। সেই কামব্যাক কিং সৌরভ এদিন এটিকের হয়ে ভিআইপি গ্যালারিতে গলা ফাটালেন। তাঁর সামনে এটিকে দেখাল এভাবেও ফিরে আসা যায়।

English summary
ISL semi-finals:atk beat bengaluru fc by 3-2 on aggregate reach final in front of comeback king sourav ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X