For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ঘরে ফেরার দীর্ঘ যাত্রা! কতদূর পৌঁছল ইস্টবেঙ্গল-মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড?

ঘরে ফেরার দীর্ঘ যাত্রা! কতদূর পৌঁছল ইস্টবেঙ্গল-মোহনবাগানের স্প্যানিশ ব্রিগেড?

  • |
Google Oneindia Bengali News

রবিবার কলকাতা ছাড়লেও এখনও ঘরে ফিরতে পারেনি ময়দানের স্প্যানিশব্রিগেড। কিবু ভিকুনা- মারিও রিভেরা ও ময়দানের স্প্যানিশ ফুটবল ব্রিগেড এখন কতদূরে জেনে নেওয়া যাক।

কলকাতা থেকে বাসে দিল্লি

কলকাতা থেকে বাসে দিল্লি

রবিবার দেশে ফিরতে কলকাতা থেকে দুই প্রধানের স্প্যানিশ ব্রিগেড দিল্লি রওনা দেয়।

লকডাউনে আটকে ছিল স্প্যানিশ আর্মাডা

লকডাউনে আটকে ছিল স্প্যানিশ আর্মাডা

করোনার কারণে ভারতে ফুটবল স্থগিত হলেও দেশে ফেরার কোনও পরিস্থিতি তৈরি না হওয়ায় লকডাউনে আটকে ছিলেন বেইতিয়ারা। পরে স্প্যানিশ দূতাবাসের তরফ থেকে বেইতিয়া-কোলাডোদের দেশে ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়।

ম্যারাথন জার্নি শেষে সোমবার দিল্লি পৌঁছানো

ম্যারাথন জার্নি শেষে সোমবার দিল্লি পৌঁছানো

সড়কপথে মোহনবাগান ও ইস্টবেঙ্গলের ফুটবলার-কোচ-সাপোর্ট স্টাফরা দিল্লি পৌঁছন। সোমবার বিকেলে কিবু ভিকুনা- মারিও রিভেরাদের বিশেষ বাস দিল্লি পৌঁছয়।বিহার, ঝাড়খন্ড, বেনারস, আগ্রা হয়ে সোমবার বিকেলে বাসে করে স্প্যানিশ ব্রিগেড দিল্লিতে পৌঁছয়।

মঙ্গলবার কাকভোরে ছিল বিমান

মঙ্গলবার কাকভোরে ছিল বিমান

মঙ্গলবার কাকভোর ৩ টেয় স্প্যানিশ দূতাবাসের ব্যবস্থা করা বিশেষ বিমানে ময়দানের স্প্যানিশ ব্রিগেড নেদারল্যান্ডস উড়ে যায়।

৯ ঘন্টার দীর্ঘ বিমানযাত্রা

৯ ঘন্টার দীর্ঘ বিমানযাত্রা

প্রায় ৯ ঘন্টার বিমান যাত্রা ধাক্কা কাটিয়ে ভারতীয় সময় বেলা ১২ টার পর দল আমস্টারডাম বিমানবন্দরে পৌঁছয়।

মঙ্গলবার কতদূর পৌঁছেছে স্প্যানিশ ব্রিগেড

মঙ্গলবার কতদূর পৌঁছেছে স্প্যানিশ ব্রিগেড

রবিবার সকালে কলকাতা থেকে বেরিয়ে মোহনবাগান-ইস্টবেঙ্গল এর স্প্যানিশ ব্রিগেড এখন বাড়ি পৌঁছতে পারেনি। বেইটিয়াদের বাড়ি পৌঁছতে বুধবার বিকেল হয়ে যাবে বলে খবর। মঙ্গলবার স্প্যানিশ ব্রিগেড আমস্টারডাম পৌঁছে সেখানেই বিশ্রাম নিয়েছে।

বুধবার ফের বিমান ধরা রয়েছে

বুধবার ফের বিমান ধরা রয়েছে

ইস্ট-মোহনের স্প্যানিশ ব্রিগেড বিমানবন্দরের কাছের এক হোটেলেই উঠেছে। সেখানেই সারাদিন তারা বিশ্রাম নিয়েছে। বুধবার সকালে আমস্টারডাম থেকে ফুটবলাররা মাদ্রিদের বিমান ধরবেন।

বাড়ি ফিরে কোয়ারেন্টাইন

বাড়ি ফিরে কোয়ারেন্টাইন

বাড়ি ফিরে ফুটবলার-কোচ প্রত্যেককেই ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে।

English summary
Mohun bagan-East bengal Spanish footballer and coaches reach amsterdam on tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X