For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লকডাউনে কলকাতায় আটকে থাকা স্প্যানিশ ফুটবলারদের দেশে ফেরানোর উদ্যোগ

লকডাউনে কলকাতায় আটকে থাকা স্প্যানিশ ফুটবলারদের দেশে ফেরানোর উদ্যোগ

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের জেরে লকডাউনে কলকাতায় আটকে থাকা ইস্টবেঙ্গল ও মোহনবাগানে খেলা ফুটবলারদের, তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কলকাতা-স্থিত স্প্যানিশ দূতাবাসের তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে নশো জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশো ছুঁয়ে ফেলেছে বলে খবর। মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি মানুষের।

লকডাউন

লকডাউন

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তার মেয়াদ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউন বহাল থাকবে বলে আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে আগামী একমাস রাজ্যবাসীকে যে ঘরবন্দি থাকতে হবে, তা নিশ্চিত।

আটকে স্প্যানিশ ফুটবলার

আটকে স্প্যানিশ ফুটবলার

করোনা ভাইরাসের জেরে আই লিগ বাতিল হলেও, মোহনবাগানকে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। ওই দল এবং ইস্টবেঙ্গলে খেলা স্প্যানিশ ফুটবলাররা লকডাউনের জেরে কলকাতায় আটকে পড়ে রয়েছেন। এই কঠিন পরিস্থিতিতে দেশে ফিরতে চাইছেন বেইতিয়া এবং কোলাডোরা। তাঁদের স্পেনে ফেরার উদ্যোগ নিল কলকাতা-স্থিত স্প্যানিশ দূতাবাস। সূত্রের খবর, কিবু ভিকুনাদের দেশে ফেরাতে ৩ ও ৫ মে দিল্লি থেকে বিশেষ বিমান আমস্টারজাম পর্যন্ত যাবেন বেইতিয়ারা। সেখান থেকে তাঁরা স্পেনের বিমান ধরবেন। তবে লকডাউনের জেরে কলকাতা থেকে দিল্লির উড়ান না মেলায় এই দীর্ঘ দূরত্ব ঝক্কি-বহুল সড়ক পথেই অতিক্রম করতে হবে স্প্যানিশ ফুটবলারদের।

এর আগেও উদ্যোগ

এর আগেও উদ্যোগ

এর আগেও কলকাতায় আটকে থাকা স্প্যানিশ ফুটবলারদের তাঁদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু তখনও আই লিগের ফয়সলা না হওয়া ফিরতে পারেননি কিবু ভিকুনারা।

ভারতীয় ওপেনার পৃথ্বী শ-র সঙ্গে কী বিষয়ে কথা, জানালেন সচিন তেন্ডুলকরভারতীয় ওপেনার পৃথ্বী শ-র সঙ্গে কী বিষয়ে কথা, জানালেন সচিন তেন্ডুলকর

English summary
Spanish footbellers will send to their homeland from Kolkata amid lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X