For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখ ও জম্মু-কাশ্মীরে এবার খেলো ইন্ডিয়ার আসর, টুর্নামেন্টে নতুন চমকও থাকছে

লাদাখ ও জম্মু-কাশ্মীরে এবার খেলো ইন্ডিয়ার আসর, টুর্নামেন্টে নতুন চমকও থাকছে

  • |
Google Oneindia Bengali News

ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ থেকে শুরু খেলো ইন্ডিয়া শীতকালীন গেমস। আর সেই আসরে এবার প্রথমবারের জন্য আয়োজক লাদাখ ও জম্মু-কাশ্মীর। ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে লাদাখে খেলো ইন্ডিয়ার আসর বসতে চলেছে। এরপর মার্চের প্রথম সপ্তাহে জম্মু-কাশ্মীরে খেলো ইন্ডিয়ার শীতকালীন গেমসের আসর বসবে। দেশের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রক সূত্রে এমনটা জানানো হয়েছে। টুর্নামেন্টের সূচি এখনও অবশ্য প্রকাশ পায়নি।

ক্রীড়ামন্ত্রী যা বললেন

শীতকালীন খেলা ইন্ডিয়ার আয়োজন প্রসঙ্গে ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী কিরণ রিজিজু বলেন, 'খেলার মধ্যে দিয়ে দেশের যুবসমাজকে সঠিক পথে চালনা করা যায়। তৃণমূল স্থর থেকে খেলোধূলোর প্রতিটি বিভাগে প্রতিভা খুঁজে বের করার এটা অন্যতম সেরা প্ল্যাটফর্ম। এবার জম্মু-কাশ্মীর ও লাদাখের প্রকৃতির কোলে এই টুর্নামেন্ট হতে চলেছে। প্রকৃতির মাঝে নিজেদের প্রতিভা উজাড় করে দিয়ে যুবারা সেরা পারফর্ম্যান্স করুক এই প্রত্যাশাই রইল।'

বরফের মাঝে হকি খেলার দৃশ্য দেখা যাবে

এবারের খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসে বেশ কয়েকটি চমকও থাকতে চলেছে। লাদাখ শীতকালীন খেলো ইন্ডিয়া গেমসে এবার বরফের মাঝে হকি খেলার দৃশ্য দেখা যেতে চলেছে। টুর্নামেন্টের অন্যতম আকর্ষণ এবার আইস হকি চ্যাম্পিয়নশিপ।

স্কেটিংয়ে চমক থাকছে

আরও চমক রয়েছে। খেলো ইন্ডিয়া শীতকালীন এই আসরে 'ফিগার স্কেটিং', 'স্পিড স্কেটিং' গেমস থাকছে। ব্লক, জেলা এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে প্রায় ১৭০০ অ্যাথলিট প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চলেছে বলে জানা গিয়েছে।

অলিম্পিকের স্কেটিং এবার খেলো ইন্ডিয়াতে, খুশি রিজিজু

কিরণ রিজিজু খেলো ইন্ডিয়া নিয়ে তাঁর প্রতিক্রিয়ায় আরও জানিয়েছেন, 'অলিম্পিকে আমরা ফিগার স্কেটিং, স্পিড স্কেটিং খেলাগুলি দেখে থাকি। এবার খেলো ইন্ডিয়া মঞ্চেও প্রতিযোগীরা এই বিভাগে অংশ নিতে পারবে। এক বছরের সময়কালে এই নিয়ে তৃতীয় খেলো ইন্ডিয়া অনুষ্ঠিত হতে চলেছে। প্রতিভা খুঁজে বার করার ক্ষেত্রে এই মঞ্চ বড় সাফল্যে দিচ্ছে।

কাশ্মীরের কোথায় প্রতিযোগিতার আসর

জম্ম ও কাশ্মীরে খেলো ইন্ডিয়া শীতকালীন গেমসের আসর গুলমার্গে অনুষ্ঠিত হবে। ছেলে ও মেয়েদের জন্য চারটি বয়সভিত্তিক বিভাগ রাখা হয়েছে।

English summary
Sports Minister Kiren Rijiju announces Khelo India Winter games will held in Ladakh, Jammu and Kashmir
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X