For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইউএস ওপেনে রজার ফেডেরারকে বেগ দেওয়া কে এই সুমিত নাগাল?

জ্য়াম প্য়াকড আর্থার অ্যাশে অখ্যাত সুমিত নাগালের কাছে প্রথম সেট রাজা রজার ফেডেরার হারে অবাক হয়েছিল টেনিস বিশ্ব।

  • |
Google Oneindia Bengali News

জ্য়াম প্য়াকড আর্থার অ্যাশে অখ্যাত সুমিত নাগালের কাছে প্রথম সেট রাজা রজার ফেডেরার হারে অবাক হয়েছিল টেনিস বিশ্ব। ভারতীয় তরুণ ম্যাচের পরবর্তী তিনটি সেট হারলেও, তাঁর লড়াকু মনোভাব চোখ টেনেছে টেনিস বিশ্বের। উঠতি ভারতীয় তারকার প্রশংসায় বিশ্বের নেটিজেনরা। কে এই সুমিত লাগাল, এক নজরে দেখে নেওয়া যাক।

-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
-

-

-
নাগালের জন্ম ও বেড়ে ওঠা

নাগালের জন্ম ও বেড়ে ওঠা

১৯৯৭ সালের ১৬ অগাস্ট হরিয়ানার ঝাঝরে জন্ম সুমিত নাগালের। দশ বছর বয়সে তিনি পরিবারের সঙ্গে দিল্লি চলে আসেন। সেখানেই তাঁর টেনিসে হাতেখড়ি। এরপর বেঙ্গালুরু, কানাডা ও জার্মানিতে টেনিস প্রশিক্ষণ নেন সুমিত নাগাল। এখন তাঁর বয়স ২২।

এটিপি র‌্যাঙ্কিং

এটিপি র‌্যাঙ্কিং

পাঁচ ফুট দশ ইঞ্চির ভারতীয় টেনিস তারকার বর্তমান এটিপি র‌্যাঙ্কিং ১৯০। এই প্রথমবার কোনও গ্র্যান্ড স্ল্য়ামের (ইউএস ওপেন) চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পান সুমিত নাগাল।

আন্তর্জাতিক সাফল্য

আন্তর্জাতিক সাফল্য

২০১৫ সালের জুনিভয়র উম্বলডনের ডবলস খেতাব জেতেন ভারতের সুমিত নাগাল। তাঁর ডবলস পার্টনার ছিলেন ভিয়েতনামের লি হোয়াং নাম। বিশ্বের চতুর্থ টেনিস খেলোয়াড় হিসেবে ইউএস ওপেনের প্রথম সেটে রাজা রজার ফেডেরারকে হারানোর নজির গড়লেন সুমিত। খেলার ফল ৬-৪, ১-৬, ২-৬, ৪-৬।

উত্থান

উত্থান

ডেভিস কাপ থেকে সুমিত নাগালকে তুলে আনেন ভারতীয় টেনিস দলের অধিনায়ক (নন-প্লেয়িং) মহেশ ভূপতি। দশ বছর বয়সে মহেশ ভূপতির 'মিশন ২০১৮' (গ্র্য়ান্ড স্ল্য়াম সিঙ্গল চ্য়াম্পিয়ন তৈরির উদ্দেশ্যে) প্রোগ্রামে অংশ নেন সুমিত। ২০১৬ সালে ভারতের স্পেনগামী ডেভিস কাপ দলে সুযোগ পান নাগাল। ২০১৭ সালে বেঙ্গালুরুতে জীবনের প্রথম চ্যালেঞ্জার খেতাব জেতেন ভারতীয় টেনিস তারকা।

English summary
Sumit Nagal, the man who gave Roger Federer a scare
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X