For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আফগানিস্তানের সঙ্গে খেলতে ভারত আসছে ওয়েস্ট ইন্ডিজ, ঘোষণা হল আফগান দল

নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট ম্যাচ। লখনউয়ের অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে এই ম্যাচগুলি।

Google Oneindia Bengali News

নভেম্বরে ভারতে অনুষ্ঠিত হতে চলেছে আফগানিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ এবং একটি টেস্ট ম্যাচ। লখনউয়ের অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্টিত হবে এই ম্যাচগুলি। সেই সফরের ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করল আফগানিস্তান। গত বিশ্বকাপে শেষ স্থানে শেষ করেছিল আফগানরা। এরপরই দলে আমূল পরিবর্তন করা হয়। অধিনায়ক বানানো হয় ২০ বছরের রশিদ খানকে।

আফগানিস্তানের সঙ্গে খেলতে ভারত আসছে ওয়েস্ট ইন্ডিজ, ঘোষণা হল আফগান দল

ভারতই আফগানদের হোম গ্রাউন্ড

এদিকে বকলমে আফগানিস্তান সফরে এলেও ম্যাচগুলি তারা খেলবে ভারতে। সুরক্ষার জন্যই প্রথম থেকে ভারতকে নিজেদের হোম গ্রাউন্ড হিসাবে ব্যবহার করছে আফগানরা। সেই মত এর আগে তারা বেশ কয়েকটি হোম ম্যাচ দেরাদুনে খেলেছে।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সফর সূচি

তিনটি ওডিআই - ৬ নভেম্বর, ৯ নভেম্বর, ১১ নভেম্বর

তিনটি টি-টোয়েন্টি - ১৪ নভেম্বর, ১৬ নভেম্বর, ১৭ নভেম্বর

একমাত্র টেস্ট - ২৭ নভেম্বর - ১ ডিসেম্বর

আফগানিস্তানের ওডিআই দল

রশিদ খান (অধিনায়ক), আসগার আফগান, হজরতুল্লা জাজাই, রহমাত শাহ, জাভেদ আহমেদি, অফসর জাজাই, গুলবাদিন নাইব, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, করিম জনত, শরফউদ্দন আশরাফ, ইব্রাহিম জাদরান, এয়ামিন আহমেদজাই, নবীন-উল-হক, ইক্রাম আলিখিল, মুজিব-উর-রহমান

রশিদ খান (অধিনায়ক), আসগার আফগান, হজরতুল্লা জাজাই, ইব্রাহিম জাদরান,জাভেদ আহমেদি, রহমানুল্লা গুরবাজ,গুলবাদিন নাইব, মহম্মদ নবি, নাজিবুল্লা জাদরান, করিম জনত, শরফউদ্দন আশরাফ,ফরীদ আহমেদ মালিক, এয়ামিন আহমেদজাই, সৈদ আহমেদ শিরজাদ, মুজিব-উর-রহমান

English summary
Afganistan team announced for windies tour of afganistan to be held in india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X