For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশাখাপত্তনমে হবে সিরিজের নির্ণয়, 'হিট -ম্যান ' তৈরি তাঁর টিম ইন্ডিয়া নিয়ে

রোহিতের দুরন্ত পারফরম্যান্স অতীত। বিশাখাপত্তনম ম্যাচের আগে টিম ইন্ডিয়ার লক্ষ্য সিরিজ পকেটে পোড়া।

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

রবিবার বিশাখাপত্তনমে সিরিজ নির্নায়ক ম্যাচের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ হারের পর আর কোনও দ্বিপাক্ষিক সিরিজ হারেনি টিম ইন্ডিয়া। অন্যদিকে শ্রীলঙ্কা কোনওদিন অ্যাওয়ে সিরিজে ভারতের বিরুদ্ধে জিততে পারেনি। ফলে বিশাখাপত্তনমে নামার আগে দারুণভাবে তৈরি ভারতীয় দল।

বিশাখাপত্তনমে হবে সিরিজের নির্ণয়

অন্যদিকে বিশাখাপত্তনম ভারতের জন্য খুব পয়া স্টেডিয়াম। এখনও এখানে মাত্র ছটি ম্যাচ খেলেছে ভারত। সবকটিই জিতেছে তারা। ধরমশালা ম্যাচে ভারতের হতশ্রী হারের পর মোহালিতে এমন ধামাকা দেখিয়েছেন যে শ্রীলঙ্কা চোখে কার্যত সর্ষে ফুল দেখেছে। রোহিতের ডবল টনের সৌজন্যে প্রথম ৪ উইকেটে ৩৯২ রান করার পরল১৪১ রানে জিতেছে তারা।

এদিকে ধাওয়ান তরুণ শ্রেয়স আয়ার সকলেই রান পেয়েছেন। ভারতের ধামাকা ওপেনার অর্ধশতরান করেন। অন্যদিকে তরুণ শ্রেয়স আইয়ার ৮৮ করে বড় ছাপ রেখেছেন। ফলে হিট ম্যানের দলের সব সদস্যই এই মুহূর্তে ফর্মে থাকার ইঙ্গিত দিয়েছেন।

বিশাখাপত্তনমের পিচ ব্যাটিং সহায়ক হলেও বোলারদের অবশ্য খুব ভয় পাওয়ার কিছু নেই। তাঁরাও ধরমশালা ম্যাচের ধাক্কা দূরে সরিয়ে রেখে মোহালিতে নিজেদের নিয়ন্ত্রিত বোলিংয়ের ফর্ম ফেরত পেয়েছেন। ভুবনেশ্বর কুমার ও জসপ্রীত বুমরাহরা নতুন বল হাতে দলকে ভরসা দিচ্ছেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">One day to go for the final <a href="https://twitter.com/Paytm?ref_src=twsrc%5Etfw">@paytm</a> <a href="https://twitter.com/hashtag/INDvSL?src=hash&ref_src=twsrc%5Etfw">#INDvSL</a> ODI and <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a> made sure they are fully prepared. <a href="https://t.co/BQPHNSZ6X9">pic.twitter.com/BQPHNSZ6X9</a></p>— BCCI (@BCCI) <a href="https://twitter.com/BCCI/status/942007392425750528?ref_src=twsrc%5Etfw">December 16, 2017</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে শ্রীলঙ্কা দলে ফিরতে চলেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। ফলে এই ম্যাচে নিজেদের এক বিশ্বস্ত সৈনিককে ফিরে পাবে শ্রীলঙ্কা। তবে তা তাদের কতটা সিরিজ জয়ের পথে এগিয়ে নিয়ে যাবে সেটা সময় বলবে।

English summary
After faboulous performence in 2nd Odi Rohit's India is focused to clinch the series aginst Sri lanka &#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X