For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বুমরাহের মধ্যে 'আগুন' চাইছেন জাহির, অতিরিক্ত চাপ নিতে হচ্ছে! পাশে দাঁড়িয়ে মন্তব্য নেহেরার

বুমরাহের মধ্যে 'আগুন' চাইছেন জাহির, অতিরিক্ত চাপ নিতে হচ্ছে! পাশে দাঁড়িয়ে মন্তব্য নেহেরার

  • |
Google Oneindia Bengali News

নিসন্দেহে ভারতের সেরা পেসার। তবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একটা সিরিজেই ছবিটা পাল্টে গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যুগে তাঁর পারফর্ম্যান্স নিয়ে তুমুল কাটাছেঁড়া চলছে। সিরিজের ৩ ম্যাচের একটিতেও উইকেট পাননি। সব মিলিয়ে ওডিআইয়ে পাঁচ ম্যাচে উইকেটহীন জসপ্রীত বুমরাহ। যারপর ওডিআই বোলারদের তালিকায় শীর্ষস্থান হারাতে হয়েছে। পিঠের নীচের অংশের চোট সারিয়ে প্রত্যাবর্তনের পর ইয়র্কার কিংয়ের হল টা কী? এই প্রশ্নের উত্তরের খোঁজে সমর্থকরা। এর মাঝেই এবার বুমরাহের পাশে দাঁড়ালেন জাহির-নেহেরা।

বুমরাহকে ঘিরে কেন চিন্তা

বুমরাহ মানেই ডেথ ওভারে সেই আগুনে বোলিং। বলের নিয়ন্ত্রণ রেখে একের পর এক মাপা ইয়র্কার, যাতে এতদিন বিশ্বের তারকা ব্যাটসম্যানরা নাস্তানাবুদ হয়েছেন। এখন অবশ্য চোটের পর ক্রিকেটে ফিরে বুমরাহের ইয়র্কার সঠিক জায়গায় পড়ছে না। শুধু তাই নয়, সিরিজে বুমরাহ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআইয়ে একটিও উইকেট পাননি।

একনজরে বুমরাহের রান খরচ

একনজরে বুমরাহের রান খরচ

কিউয়িদের বিরুদ্ধে সিরিজের তৃতীয় ম্যাচে ১০ ওভারে ৫০ রান খরচ করেন। অন্যদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে বুমরাহের রান খরচ যথাক্রমে ৫৩ ও ৬৪ রান।

বুমরাহকে কী পরামর্শ জাহিরের

ওডিআই সিরিজ এখন অতীত, সামনে এবার ২১ ফেব্রুয়ারি থেকে ২ ম্যাচের টেস্ট সিরিজ। সেই সিরিজ বুমরাহকে আক্রমণাত্মক বোলিংয়ের দিকে ঝুঁকতে পরামর্শ জাহির খানের।

জাহিরের ব্যাখ্যা

জাহিরের ব্যাখ্যা

জাহির বলেছেন, 'বুমরাহ দীর্ঘদিন ধরে ভালো বোলিং করে সুনাম অর্জন করেছেন। সেকারণে ব্যাটসম্যানরা এখন বুমরাহের বিরুদ্ধে ধীরে চলো নীতি নিচ্ছেন। যেকারণে বুমরাহের ওভারগুলোতে ব্যাটসম্যানরা মেপে খেলছে। পরে হিসেব করে অন্য বোলারদের আক্রমণ করে রান তুলে নিচ্ছে। বুমরাহের বিরুদ্ধে বিপক্ষের ব্যাটসম্যানরা সাবধানভাবে খেলার জন্যেই বুমরাহ উইকেট পাচ্ছেন না।

৩ ওডিআইয়ে বুমরাহের মোট রান খরচ

৩ টি ওডিআই মিলিয়ে বুমরাহ মোট ৩০ ওভারে ১৬৭ রান খরচ করেছে।

আইসিসি ব়্যাঙ্কিংয়ে ধাক্কা

আইসিসি ব়্যাঙ্কিংয়ে ধাক্কা

উইকেট না পাওয়ার কারণে ওডিআই ক্রমতালিকায় ধাক্কা খেয়েছেন জসপ্রীত। এই মুহূর্তে ১ নম্বর থেকে নেমে দ্বিতীয় স্থানে নেমে এসেছেন বুমরাহ।

নেহেরা যা বললেন

নেহেরা যা বললেন

দেশের প্রাক্তন বোলার আশীষ নেহরা বলেন, 'বুমরাহ দেশের সফল বোলার। যেকারণে ওর উপর প্রত্য়াশা অনেক বেশি। চোট সারিয়ে বুমরাহ ক্রিকেটে ফিরেছেন। যেকারণে এখন বুমরাহের পক্ষে আগের সেই ধারাবাহিকতা দেখানো কঠিন। এমন কী বিরাটেরও সিরিজটা খারাপ গিয়েছে।'এভাবেই বুমরাহের খারাপ দিনে পাশে দাঁড়ালেন নেহেরা।

English summary
Ashish Nehra defends Jasprit Bumrah, Zaheer Khan wants extra aggregation from him
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X