For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এশিয়া কাপ ২০১৮, ভাঙা হাতে অনন্য ক্রিকেট রোমান্স উপহার দিলেন তামিম ইকবাল

এশিয়া কাপ ২০১৮-র উদ্বোধনী ম্যাচে তামিম ইকবাল হাত ভেঙে যাওয়ার পরও ব্য়াট করতে আসেন। তিনি বিশ্বজুড়ে অনেক ক্রিকেট ভক্তের হৃদয় জয় করেছেন।

  • |
Google Oneindia Bengali News

এশিয়া কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা বনাম বাংলাদেশ ম্যাচে তিনি খেলেছেন ৪টি বল, রান করেছেন ২। কিন্তু তাতেই ক্রিকেট রোমান্টিকদের মন জিতে নিয়েছেন বাংলাদেশের ওপেনার তামিম ইকবাল। ক্রিকেট তো আর শুকনো ব্যাট-বলের খেলা নয়। ক্রিকেট তার থেকে অনেক বেশি কিছু। আর এই বেশি কিছুটাই আরও একবার দুবাইয়ের মাঠে দেখিয়ে দিয়ে গেলেন এই বাংলাদেশী।

ভাঙা হাতে অনন্য ক্রিকেট রোমান্স উপহার দিলেন তামিম ইকবাল

ম্যাচের দ্বিতীয় ওভারেই লাকমলের একটি বল পুল করতে গিয়ে কব্জিতে চোট পান তামিম। তখনকার মতো ক্রিজ ছাড়তে বাধ্য হন। তার আগেই বাংলাদেশের ২টি উইকেট পড়ে গিয়েছিল মাত্র ১ রানে। তামিম যখন মাঠ ছাড়ছেন ড্রেসিংরুমের বারান্দায় গোটা বাংলাদেশ দলকে মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছিল।

স্টেডিয়াম থেকেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরীক্ষা করে দেখা যায় তাঁর কব্জির হাড় ভেঙেই গিয়েছে। ফলে টুর্নামেন্টেই তিনি আর খেলতে পারবেন না। হাতে তখনকার মতো ব্য়ান্ডেজ বেঁধে ড্রেসিং রুমে ফিরে এসেছিলেন তামিম।

বাংলাদেশের ইনিংসের ৪৬.৫ ওভারে তাদের ১০ নম্বর ব্যাট মুস্তাফিজুর রান আউট হন। তখন তাদের স্কোর ২২৯-৯। ভাঙা হাত নিয়ে তামিম ইকবালের মাঠে নামতে পারবেন না। তাই ওখানেই ইনিংসের সমাপ্তি ধরে নিয়েছিলেন সবাই। কিন্তু সবাইকে বিস্মিত করে ক্রিজে নামেন তামিম। একহাতেই স্টান্স নেন তিনি। এমনকী ক্রিজে থাকা ব্যাটসম্যান মুস্তাফিকুরও অবাক হয়ে গিয়েছিলেন। ৪৬ তম ওভারের শেষ বলটি তামিম একহাতেই ঠেকিয়ে দেন।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">tamim iqbal batting with one arm, is this even real? massive respect 🙌 <a href="https://twitter.com/hashtag/banvsl?src=hash&ref_src=twsrc%5Etfw">#banvsl</a> <a href="https://t.co/znsBtpGEF9">pic.twitter.com/znsBtpGEF9</a></p>— Ali (@AleyFarooqq) <a href="https://twitter.com/AleyFarooqq/status/1040984720555814912?ref_src=twsrc%5Etfw">September 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

দলের স্বার্থে তাঁর এই যন্ত্রণা অস্বীকার করাকে যোগ্য সম্মান জানান মুস্তাফিকুর। শেষ তিন ওভার তিনি একদিকে তামিমকে আড়াল করেছেন, অন্যদিকে বেধারক প্রহার করেছেন শ্রীলঙ্কান বোলারদের। ওই তিন ওভারে তিনি আরও ৩২ রান যোগ করেন। ২২৯ থেকে বাংলাদেশের রান পৌঁছায় ২৬১তে।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">The injured Tamim Iqbal batting one-handed. He added 32 runs for the last wicket with Mushfiqur Rahim <a href="https://twitter.com/hashtag/AsiaCup2018?src=hash&ref_src=twsrc%5Etfw">#AsiaCup2018</a> <a href="https://twitter.com/hashtag/BANvSL?src=hash&ref_src=twsrc%5Etfw">#BANvSL</a> <a href="https://t.co/wfdDFHl2Xw">pic.twitter.com/wfdDFHl2Xw</a></p>— Saj Sadiq (@Saj_PakPassion) <a href="https://twitter.com/Saj_PakPassion/status/1040994453555691523?ref_src=twsrc%5Etfw">September 15, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন মুস্তাফিকুর। পুরষ্কার নিতে এসে তিনি জানিয়েছেন ওই সময় তামিমকে ব্যাট হাতে নামতে দেখে তিনি মনে মনে ঠিক করেন তামিমের জন্য ও দেশের জন্য তাঁকে কিছু করতেই হবে। দলের জন্য, দেশের জন্য ত্যাগ স্বীকারের যে অনন্য নজির এশিয়া কাপ ২০১৮'র প্রথম ম্য়াচে রেখে গেলেন তামিম, তার প্রভাব গোটা টুর্নামেন্টে বাংলাদেশ দলে দেখা গেলে আশ্চর্যের কিছু নেই।

তাঁর খেলা ওই একটি বল নিঃসন্দেহে বহু প্রজন্ম ধরে ক্রিকেট রোমান্টিকদের আলোচনার বিষয় হয়ে উঠবে।

English summary
In the inaugural match of the Asia Cup in 2018, Tamim Iqbal came to bat even after the hand broke. He has won the hearts of many cricket fans around the world.&#13;
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X