For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভিলেন ক্যামেরনকে রেখেই অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের সঙ্গে বল বিকৃতি কাণ্ডে শাস্তি পাওয়া ক্যামেরন বানক্রফটকে রেখেই ৭১তম অ্যাশেজের জন্য ১৭ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।

  • |
Google Oneindia Bengali News

ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথের সঙ্গে বল বিকৃতি কাণ্ডে শাস্তি পাওয়া ক্যামেরন বানক্রফটকে রেখেই ৭১তম অ্যাশেজের জন্য ১৭ জনের দল ঘোষণা করল অস্ট্রেলিয়া।

ভিলেন ক্যামেরনকে রেখেই অ্যাশেজের জন্য অস্ট্রেলিয়ার দল ঘোষণা

২০১৮ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট ম্যাচ চলার সময় তৎকালীন অজি অধিনায়ক স্মিথ, ওপেনার ওয়ার্নার ও ক্যামেরনের বিরুদ্ধে বল বিকৃত করার অভিযোগ। তাঁদের এক বছরের জন্য ক্রিকেট থেকে নির্বাসন দেওয়া হয়। চলতি বছরের মার্চে সেই মেয়াদ শেষ হয়। নির্বাসন ভেঙে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলে ক্যামব্যাক করেন স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার।

এই দুই মহাতারকার মতোই অস্ট্রেলিয়ার টেস্ট দলে কামব্য়াক করার অপেক্ষা করছিলেন ক্যামেরন বানক্রফটও। অবশেষে তাঁকে সেই সুযোগ দেওয়া হল। ইংল্যাগামী অ্যাশেজ দলে ক্যামেরনকে অন্তর্ভূক্ত করেছে অজি ক্রিকেট বোর্ড।

টিম পেইনের নেতৃত্বাধীন এই অস্ট্রেলিয়া দল বিশ্বকাপ হারের জ্বালা মেটাবে বলেই আশা করেন অজি সমর্থকরা। গত অ্যাশেজে ঘরের মাঠে ইংল্যান্ডকে দুরমুশ করেছিল অস্ট্রেলিয়া। এবারও একই ছবি দেখা যায় কিনা, তা সময় বলবে।

অস্ট্রেলিয়ার অ্যাশেজ দল : টিম পেইন (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যামেরন বানক্রফট, প্যাট কমিন্স, মার্কাস হ্যারিস, জোস হ্যাজেলউড, ট্রেভিস হেড, উসমান খাওয়াজা, মার্নাস লাবুসছেগনে, নাথান লিয়ন, মিচেল মার্শ, মিচেল নেসের, জেমস প্য়াটিনসন, পিটার সিডল, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), ডেভিড ওয়ার্নার।

English summary
Australia names 17-man Ashes squad, Cameron Bancroft includes
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X