For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'আম্পায়ার ভুল সিদ্ধান্ত না নিলে আমরা জিততে পারতাম,' নো-বল বিতর্কে ঘি শেখ হাসিনার

Google Oneindia Bengali News

ঢাকা, ২১ মার্চ : বিশ্বকাপের ভারত-বাংলাদেশ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভুল আম্পায়ারিংয়ের জন্যই হারতে হয়েছে বাংলাদেশকে। ভারতের সামনে ইচ্ছাকৃতভাবে হারানো হয়েছে বাংলাদেশকে। এবার ম্যাচ নিয়ে নিজের ক্ষোভ উগড় দিলেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আলিম দারের নো বল বিতর্ক</a>,<a href= আইসিসি সভাপতির কড়া প্রতিক্রিয়া" title="আলিম দারের নো বল বিতর্ক, আইসিসি সভাপতির কড়া প্রতিক্রিয়া" />আলিম দারের নো বল বিতর্ক, আইসিসি সভাপতির কড়া প্রতিক্রিয়া

সংবাদ ওয়েবসাইট বিডি২৪.কম অনুযায়ী, ভারতের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলকে ফোন করে হাসিনা বলেন, একদিন তাঁরা ঠিকই বিশ্বচ্যাম্পিয়ন হবে।

'আম্পায়ার ভুল সিদ্ধান্ত না নিলে আমরা জিততে পারতাম,' নো-বল বিতর্কে ঘি শেখ হাসিনার

পাশাপাশি ভুল আম্পায়ারিংয়ের তত্ত্ব খাড়া করে হাসিনা বলেন, "আমরা জিততে পারতাম যদি আম্পায়ার কয়েকটি ভুল সিদ্ধান্ত না নিতেন। বাংলাদেশ ভবিষ্যতে জিতবে। বাংলাদেশ একদিন ঠিক বিশ্বচ্যাম্পিয়ন হবে।" পাশাপাশি তিনি এও বলেন, "দুঃখ পাওয়ার বা হতাশ হওয়ার কিছু নেই। সবাই দেখেছে বাংলাদেশকে কীভাবে হারানো হয়েছে। তবে আমরা ভবিষ্যতে ঠিকই জয় পাবো।"

এর আগে আইসিসি সভাপতি বাংলাদেশের মুস্তাফা কামাল ষড়যন্ত্রের অভিযোগ তোলেন। মুস্তাফা কামাল আম্পায়ারদের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে কড়া প্রতিক্রিয়া দেখিয়েছিলেন। তিনি বলেন, "আইসিসি মানে 'ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল' হয়ে গেছে। আমি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি নই।" প্রয়োজনে আইসিসি সভাপতি পদ থেকে পদত্যাগও করবেন বলেও হুমকি দেন তিনি।

অন্যদিকে আম্পায়ারদের সিদ্ধান্তের বিপক্ষে আইসিসির কাছে আপিল করা হবে বলে ঘোষণা করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন। এবার সেই বিতর্কেই ধোঁয়া দিলেন খোদ বাংলাদেশের প্রধানমন্ত্রী।

উল্লেখ্য রোহিত শর্মার রান যখন ৯০, তখন রুবেল হাসানের ফুলটস বলে ডিপ মিড উইকেটে ফিল্ডারের হাতে জমা পরে রোহিতের ক্যাচ। বাংলাদেশী খেলোয়াড়রা উল্লাস শুরু করতে যাবে এমন সময় আলিম দার নো বলের ঘোষণা করেন। বোলারের পা লাইনের আগে না বেরিয়ে এলেও বলের উচ্চতা ব্যাটসম্যানের কোমরের উচ্চতা ছাড়িয়ে গিয়েছে বলে বলা হয়। আর তা নিয়েই তৈরি হয় বিতর্ক।

English summary
Bangladesh PM Sheikh Hasina: We would have won if not for umpiring errors
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X