For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'স্ট্রেস ফ্যাকচার'-র চিকিৎসায় জসপ্রীত বুমরাকে ব্রিটেন পাঠাচ্ছে বিসিসিআই

'স্ট্রেস ফ্যাকচার'-র চিকিৎসায় জসপ্রীত বুমরাকে ব্রিটেন পাঠাচ্ছে বিসিসিআই

  • |
Google Oneindia Bengali News

বুধবার ভাইজাকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে মুখোমুখি হতে চলেছে ভারত। ঘরের মাঠে প্রোটিয়াদের বিরুদ্ধে টেস্ট সিরিজে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা ফাস্ট বোলার জসপ্রীত বুমরাকে পাচ্ছে না টিম ইন্ডিয়া। 'স্ট্রেস ফ্যাকচার'-এ ভুগছেন মিস্ট্রি পেসার। অনেকের দাবি, অদ্ভুত বোলিং অ্যাকশনের জন্যই এই চোটের শিকার হয়েছেন বুমরা। তবে চোটের কারণ যাই হোক, তাঁর দ্রুত আরোগ্য কামনা করছেন দেশবাসী। বুমরাকে দ্রুত সুস্থ করে তুলতে তাঁকে ব্রিটেনে চিকিৎসার জন্য পাঠাচ্ছে বিসিসিআই।

স্ট্রেস ফ্যাকচার-র চিকিৎসায় জসপ্রীত বুমরাকে ব্রিটেন পাঠাচ্ছে বিসিসিআই

২০১৮ সালে টেস্ট অভিষেক হওয়া জসপ্রীত বুমরা এক বছরেই লাল বলের ক্রিকেটে ৫০ উইকেটের মালিক হয়েছেন। দ্রুততম ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্টে হ্যাটট্রিক করেছেন বুমরা। লাল বলের ক্রিকেটে তৃতীয় ভারতীয় হিসেবে এই নজির গড়েছেন তিনি। এরপরেই আচমকা বুমরার কেরিয়ারে ছন্দপতন ঘটেছে। পিঠে চোটের কারণে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন।

মিস্ট্রি ম্যান জসপ্রীত বুমরার অভাব যে ভারতীয় ক্রিকেট দলে অনুভূত হবে, তা ভালোই বুঝতে পারছে বিসিসিআই। তাই 'স্ট্রেস ফ্যাকচার' সবচেয়ে ভালো চিকিৎসার জন্য এই ডান হাতি ফাস্ট বোলারকে ব্রিটেনে পাঠাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সূত্রের খবর, ৬ কিংবা ৭ অক্টোবর ইংল্যান্ডের উদ্দেশে রওনা হবেন জসপ্রীত বুমরা। সেখানে তিন জন বিশেষজ্ঞ ডাক্তারের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলবে বলেও জানা গেছে।

English summary
BCCI is sending Jasprit Bumrah to UK for injury treatment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X