For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা লকডাউনে মহারাজের দরবার সবসময় খোলা! দুর্দিনে ১০০ কেজি চাল দান কল্পতরু সৌরভের

করোনা লকডাউনে মহারাজের দরবার সবসময় খোলা! দুর্দিনে ১০০ কেজি চাল দান কল্পতরু সৌরভের

  • |
Google Oneindia Bengali News

প্রাণঘাতী করোনার বিরুদ্ধে সাহায্যে প্রথম দিন থেকেই সামনে থেকে অধিনায়কের মতো লড়াই চালাচ্ছেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। করোনা লকডাউনের মাঝে আরও একবার কল্পতরু মহারাজ। এবার আরও ১০০ কেজি চাল দান সৌরভের।

বিশ্বজুড়ে করোনা কালবেলা

বিশ্বজুড়ে করোনা কালবেলা

করোনা কালবেলায় ধুঁকছে বিশ্ব। যতদিন যাচ্ছে বিশ্বের প্রাণঘাতী ভাইরাস নিজের সাম্রাজ্য বিস্তার করে চলেছে। বিশ্বে আক্রান্তের সংখ্যা এখন ৪০ লক্ষ ছাড়িয়েছে। ভারতে আক্রান্ত প্রায় ৬০ হাজার।

 গরিব ও দুঃস্থ মানুষের দুবেলা ভাত জোগাড়ে সৌরভ

গরিব ও দুঃস্থ মানুষের দুবেলা ভাত জোগাড়ে সৌরভ

করোনা যুদ্ধে শুরু থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় সাহায্য করেছেন সৌরভ। গরিব ও দুঃস্থ মানুষের দুবেলা ভাত জোগাড় করছেন বিসিসিআই প্রেসিডেন্ট।

সৌরভের ১০০ কেজি চাল দান

সৌরভের ১০০ কেজি চাল দান

এবার নৈহাটির মানুষদের জন্য সাহায্যের হাত বাড়ালেন মহারাজ।নৈহাটি বড় কালী পুজো সমিতির হাতে ১০০কেজি চাল তুলে দিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট। প্রয়োজনীয় মানুষদের সাহায্যের জন্যে সৌরভ গঙ্গোপাধ্যায় ফাউন্ডেশনের উদ্যোগে চাল পৌঁছে দেওয়া হয়।

রাজ্যকে ৫০ লক্ষ টাকার চাল দান

রাজ্যকে ৫০ লক্ষ টাকার চাল দান

এর আগে করোনা মোকাবিলার জন্য লকডাউনে রুটি-রুজি হারানো গরীব মানুষদের পাশে দাঁড়িয়েছেন সৌরভ। রাজ্যের ত্রাণে ৫০ লক্ষ টাকার চাল দান করেছেন। এই চাল সরকারী স্কুল মারফৎ গ্রামীণ গরীব মানুষদের কাছে পৌঁছে দেওয়া হয়েছিল।

বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান

বেলুড় মঠে ২০০০ কেজি চাল দান

এরপর লকডাউনে বেলুড় মঠে গিয়ে গরীব মানুষদের মুখে অন্ন তুলে দিতে সৌরভ ২ হাজার কেজি চাল দান করেছেন।

১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেন সৌরভ

১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেন সৌরভ

লকডাউনের মাঝে কলকাতার গুরুসদয় রোডের ইসকন মন্দির কতৃপক্ষের সঙ্গে যৌথ উদ্যোগে গরীর মানুষদের মুখে অন্ন তুলে দিয়েছেন মহারাজ। সৌরভ গঙ্গোপাধ্যয়ের ফাউন্ডেশন মন্দির কতৃপক্ষকে সাহায্য করে। সৌরভের ফাউন্ডেশন প্রতিদিন ১০ হাজার মানুষের মুখে অন্ন তুলে দেয়।

চা কাকুকে সাহায্য

চা কাকুকে সাহায্য

জনতা কারফিউয়ের দিন রাস্তায় চা খেতে বেরিয়ে দক্ষিণ কলকাতার মৃদুল দেব সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিলেন। 'আমরা চা খাব না, খাবো না আমরা চা', করোনা রুখতে ডাকা জনতা কারফিউ অমান্য করে চা খেতে বেরিয়ে এই ডায়লগ বলায় ফেসবুকে মৃদুলবাবু ভাইরাল হন। এরপর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে ট্রোল ও মিম শুরু হয়। পরে দিনমজুর মৃদুলবাবুর আর্থিক সমস্যা সোশ্যাল মিডিয়া মারফৎ প্রকাশ্যে আসে। যা দেখে তাঁর পরিবারকে এই লকডাউনের সময় সৌরভ গঙ্গোপাধ্যায়, নিজের ফাউন্ডেশনের মাধ্যমে খাদ্য সামগ্রী পৌঁছ দিয়ে সাহায্য করেন।

প্রধানমন্ত্রীর ত্রাণে সাহায্য

প্রধানমন্ত্রীর ত্রাণে সাহায্য

করোনা রুখতে রাজ্য ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনার পর সৌরভের বিসিসিআই করোনা রুখতে কেন্দ্রীয় ত্রাণ তহবিলে ৫১ কোটি দান করে।

English summary
Bcci president Sourav Ganguly donates 100 kg rice in Corona Lockdown
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X