For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'পঙ্গু হাঁস' মন্তব্য নিয়ে সুনীল গাভাসকরকে পাল্টা দিলেন এমএসকে প্রসাদ


 বিশ্বকাপ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের ক্রিকেট দল নির্বাচনের পদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন লেজেন্ড সুনীল গাভাসকর।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপ হারের পর ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য ভারতের ক্রিকেট দল নির্বাচনের পদ্ধতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন লেজেন্ড সুনীল গাভাসকর। ব্যর্থতা সত্ত্বেও বিরাট কোহলি ফের টিম ইন্ডিয়ার অধিনায়ক নির্বাচিত হওয়ায় বিসিসিআই-র নির্বাচকদের 'পঙ্গু হাঁস' বলে কটাক্ষ করেন সানি। নির্বাচকদের যোগ্যতা নিয়েও প্রশ্ন তোলেন লিটিল মাস্টার।

একদিন পর সুনীল গাভাসকরের সেই ধারণা ভাঙার চেষ্টা করেছেন বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ।

অভিজ্ঞতা

অভিজ্ঞতা

সুনীল গাভাসকরের মতে, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক তাঁদেরই করা হোক যাঁদের দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা আছে। কিন্তু এখন যাঁরা নির্বাচকদের চেয়ারে বসে আছেন তাঁরা সবমিলিয়ে ১৩টি টেস্ট ম্যাচ খেলেছেন বলে দাবি করেন সানি।

পাল্টা হিসেবে বেশি খেললেই যে বেশি জানবে, এমন যুক্তি খণ্ডন করেছেন বিসিসিআই-র প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি সহ যাঁরা নির্বাচকের চেয়ারে আসীন, তাঁরা সবমিলিয়ে ৪৭৭টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন বলে দাবি করেছেন প্রসাদ। নির্বাচক হিসেবে নিজেদের কার্যকালে তাঁরা ২০০-র বেশি প্রথম শ্রেণির ম্য়াচ দেখেছেন বলেও তাঁর দাবি। নির্বাচক হতে গেলে এর থেকে আর কতটা ভালো যোগ্যতা প্রয়োজন, তা তাঁর জানা নেই বলেই মনে করেন এমএসকে প্রসাদ।

'পঙ্গু হাঁস'

'পঙ্গু হাঁস'

সুনীল গাভাসকরের মতো ক্রিকেটীয় লেজেন্ডের কাছ থেকে নির্বাচকদের উদ্দেশে এমন কটূক্তি তিনি আশা করেন না বলেই জানিয়েছেন এমএসকে প্রসাদ। প্রধান নির্বাচকের কথায়, প্রতিটি মানুষের স্বতন্ত্র ভাবনা থাকতেই পারে। কিন্তু তা বলে ক্রিকেট আইকনের কাছ থেকে এমন মন্তব্য শোনা দুর্ভাগ্য়জনক বলেই মনে করেন এমএসকে প্রসাদ।

পারফরম্যান্স

পারফরম্যান্স

বিশ্বকাপ সহ চলতি বছরে ভারতীয় ক্রিকেট দলের পারফরম্য়ান্স নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সুনীল গাভাসকর।

তা অস্বীকার করে প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, গত তিন বছরে ১৩টির মধ্যে ১১টি টেস্ট সিরিজ জিতেছে ভারতীয় ক্রিকেট দল। এখন টিম ইন্ডিয়া আইসিসি ক্রম তালিকায় এক নম্বর। ওয়ান ডে-তেও ভারতীয় দলের জয়ের হার ৮০ থেকে ৮৫ শতাংশ বলে দাবি করেছেন প্রধান নির্বাচক। বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়া সত্ত্বেও ভারত ওয়ান ডে-তেও এক নম্বর দলের মর্যাদা ধরে রাখতে সক্ষম হয়েছে বলে দাবি এমএসকে প্রসাদের।

English summary
Chief selector MSK Prasad hits back at Sunil Gavaskar on 'lame ducks' comment
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X