For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রিস গেইলের ১১৬ কাজে এল না, রেকর্ড টার্গেট তাড়া করে জিতল সেন্ট কিটস

ক্রিস গেইলের স্বভাবোচিত ঝড়ো ব্যাটিং কাজে এল না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টির রেকর্ড টার্গেট চেজ করে ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ডের দল জামাইকা তাল্লাওয়াহাসকে হারাল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট

  • |
Google Oneindia Bengali News

ক্রিস গেইলের স্বভাবোচিত ঝড়ো ব্যাটিং কাজে এল না। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে টি-টোয়েন্টির রেকর্ড টার্গেট চেজ করে ওয়েস্ট ইন্ডিয়ান লেজেন্ডের দল জামাইকা তাল্লাওয়াহাসকে হারাল সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস।

গেইলের ২২তম শতরান

গেইলের ২২তম শতরান

টসে জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস। কিন্তু সেই সিদ্ধান্ত ভুল বলে প্রমাণিত হয়। কারণ, এই ম্যাচেই নিজের ২২তম টি-টোয়েন্টি শতরান করেন প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ তারকা ক্রিস গেইল। ৬২ বলে ১১৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দশটি ছয় ও সাতটি চার মারেন দীর্ঘদেহী বাঁ-হাতি। তাঁকে যোগ্য সঙ্গত দেন চাদউইক ওয়াল্টন। ৩৬ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তিনি।

জামাইকার ২৪১

গেইল ও ওয়াল্টনের মধ্যে ১৬২ রানের পার্টনারশিপ হয়। তার দৌলতে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৪১ রান তোলে জামাইকা তাল্লাওয়াহাস।

কিটসের জবাব

কিটসের জবাব

পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের শুরুটা দারুণ করেন ওপেনার ডেভোন থমাস ও এভিন লুইস। ৭১ রান করে আউট হন থমাস। ১৭ বলে ৫৩ রান করে সিপিএলে রেকর্ড গড়েন লুইস। এরপর ফ্যাবিয়ান অ্যালেনের অপরাজিত ৩৭ ও এভানসের ৪১ রানের দৌলতে ম্যাচে সাত বল বাকি থাকতেই ৪ উইকেটে জিতে নেয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটস।

দ্বিতীয় স্থানে

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিওটসের এই রান চেজ টি-টোয়েন্ট ক্রিকেটে দ্বিতীয় স্থানে রয়েছে। ম্যাচে দুই দল ৩৭টি ছক্কা হাঁকিয়েছে। সেটিও একটি রেকর্ড।

English summary
Chris Gayle's 116 goes in vain as St Kitts chase down record target
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X