For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের থেকেও খারাপ! সতীর্থকে সাপ বলেছিলেন! পাল্টা গেইলকে মিথ্যুক বলে আক্রমণ!

করোনা ভাইরাসের থেকেও খারাপ! সতীর্থকে সাপ বলেছিলেন! পাল্টা গেইলকে মিথ্যুক বলে আক্রমণ!

  • |
Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের থেকেও খারাপ! ক্যারিবিয়ান সতীর্থ রামনরেশ সারওয়ানকে 'সাপ' বলে তীব্র ভাষায় ভর্ৎসনা করেছিলেন ক্রিস গেইল । তুমি সাপ, তুমি করোনাভাইরাসের থেকেও জঘন্য! ঠিক এই ভাষাতেই সারওয়ানকে বিঁধেছিলেন গেইল। পাল্টা এবার জবাব দিলেন সারওয়ান।

গেইল কী অভিযোগ করেন?

গেইল কী অভিযোগ করেন?

জাতীয় দলের প্রাক্তন সতীর্থ সারওয়ানের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ এনেছেন গেইল। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তাল্লাওয়াহ থেকে গেইলের বাদ যাওয়ার কারণ আসলে তাঁরই প্রাক্তন টিমমেট সারওয়ানের এন্ট্রি। এমনটাই দাবি গেইলের। ইউনিভার্স বস দাবি করে আরও জানান 'এটা নিছকই চক্রান্ত'। আর এই কারণেই সারওয়ানের উপর তেলে বেগুনে জ্বলে উঠেছেন গেইল।

দাবির বিরুদ্ধে মুখ খুললেন সারওয়ান

দাবির বিরুদ্ধে মুখ খুললেন সারওয়ান

সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে এক সময়ের সতীর্থ ক্রিস গেইলের ক্ষোভ প্রকাশ করার কথা রামনরেশ সারওয়ানের কানে গিয়েছে। এরপর মুখ খুললেন তিনি। সারওয়ান গেইলের তোপের মুখে দাঁড়িয়ে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে দিয়েছেন।

সারওয়ান যা বললেন

ফেসবুকে এসে সারওয়ান বলেছেন, '২০২০ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে জামাইকা তাল্লাওয়াহ গেইলকে দলে না নেওয়ার সিদ্ধান্তের পিছনে আমার কোনও ভূমিকা ছিল না।গেইলের সঙ্গে আমি খেলোয়াড় জীবনের শুরু থেকেই খেলেছি। ওকে আমি সম্মান করি। দেশ তথা বিশ্বের অন্যতম সেরা জনপ্রিয় ক্রিকেটার। একজন অসাধারণ প্রতিভাধর ব্যাটসম্যান। বন্ধু হিসেবে আমি ওকে অনেক সম্মান করি। তাই গেইল আমায় করোনার চেয়েও খারাপ ও সাপ বলায় চমকে গিয়েছি। গেইল আমার নামে সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করছে।'

সিপিএলে কোন দলে গেইল

সিপিএলে কোন দলে গেইল

আপাতত ২০২০ সালের সিপিএল-এ সেন্ট লুইকা জুকস দলের হয়ে খেলবেন গেইল। যেখানে তাঁর দলের অধিনায়ক ড্যারেন স্যাম্মি এবং হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। এর আগে সিপিএলে পরপর চার মরসুম জামাইকান তাল্লাওয়াহের হয়ে খেলেছেন গেইল।

English summary
Ramnaresh sarwan breaks silence, responds to Gayle's 'snake' allegation
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X