For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এমনটা হলে সৌরভ টেস্টে আরও সফল হতে পারতেন বলে মনে করেন লেজেন্ড বেঙ্গসরকার

এমনটা হলে সৌরভ টেস্টে আরও সফল হতে পারতেন বলে মনে করেন লেজেন্ড বেঙ্গসরকার

  • |
Google Oneindia Bengali News

ভারতের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে বরাবারই সুনজরে দেখে এসেছেন লেজেন্ড দিলীপ বেঙ্গসরকার। ভারতীয় ক্রিকেটের দুই রথির মধ্যে সম্পর্ক যে বেশ ভালো, তা আগে একাধিকবার প্রমাণ হয়েছে। গ্রেগ চ্যাপেলের খোঁচায় বাদ পড়া সৌরভের জাতীয় দলে প্রত্যাবর্তনের পিছনে সে সময়ের নির্বাচক প্রধান বেঙ্গসরকারের অবদান অনস্বীকার্য। সেই তিনিই আরও একবার মহারাজকে নিয়ে মুখ খুললেন। বললেন, সৌরভ গঙ্গোপাধ্যায় টেস্টে আরও সফল হতে পারতেন।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

সৌরভ গঙ্গোপাধ্যায়ের কেরিয়ার

ভারতের হয়ে ৩১১ ওয়ান ডে-তে ১১৩৬৩ রান করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। দেশের হয়ে ২২টি আন্তর্জাতিক ওয়ান ডে শতরানও রয়েছে মহারাজের। অন্যদিকে টিম ইন্ডিয়ার হয়ে ১১৩টি টেস্ট ম্যাচ খেলে ৭২১২ রান করেছেন সৌরভ। তাতে সামিল রয়েছে ১৬টি শতরান (একটি দ্বিশতরান)। ব্যাটিং রেকর্ডের দিক থেকে টেস্টে মহারাজ কিছুটা পিছিয়ে থাকলেও এই ফর্ম্যাটে বিসিসিআই সভাপতির ব্যাটিং গড় (৪২.১৭), ওয়ান ডে-র (৪১.০২) তুলনায় বেশি।

অভিষেক টেস্ট

অভিষেক টেস্ট

১৯৯৬ সালে ঐতিহাসিক লর্ডসের অভিষেক ম্যাচে ভারতীয় দলের হয়ে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। অভিষেক ম্যাচ সহ পরপর দুই টেস্টে শতরান করে মহারাজ প্রমাণ করেছিলেন, টেস্টে ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গাই তাঁর জন্য উপযুক্ত। কিন্তু দলের প্রয়োজনে তিনি রাহুল দ্রাবিড়কে ভারতীয় ব্যাটিং অর্ডারের তিন নম্বর জায়গা ছেড়ে দিয়ে নিজে হয় পাঁচ কিংবা ছয় নম্বরে ব্যাট করতেন। তাই অধিকাংশ ক্ষেত্রেই বড় ইনিংস খেলার মতো সুযোগ কিংবা সময় পেতেন না মহারাজ।

টেস্টে আরও ভালো করতে পারতেন সৌরভ

টেস্টে আরও ভালো করতে পারতেন সৌরভ

সৌরভ গঙ্গোপাধ্যায়ের একদা গুনমুগ্ধ তথা বন্ধু তথা লেজেন্ড বেঙ্গসরকারের কথায়, তিনি বরাবরই মনে করেন যে মহারাজ টেস্টে ভারতীয় ব্যাটিং অর্ডারের ওপরের দিকে খেলার সুযোগ পেলে, আরও সফল হতেন। ব্রিসবনে ভয়ঙ্কর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের লড়াকু শতরান তাঁর দেখা বিশ্বের অন্যতম সেরা ইনিংস বলে দাবি করেছেন দিলীপ বেঙ্গসরকার।

স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত

স্পিনের বিরুদ্ধে দুর্দান্ত

স্পিনারদের বিরুদ্ধে নিখুঁত ব্যাটিংয়ের ক্ষেত্রে সৌরভ গঙ্গোপাধ্যায় অতুলনীয় বলে জানিয়েছেন দিলীপ বেঙ্গসরকার। মহারাজের অফ সাইডে খেলার দক্ষতা এবং ম্যান ম্যানেজমেন্টের ক্ষমতা ইশ্বর প্রদত্ত বলে জানিয়েছেন ভারতীয় লেজেন্ড। সৌরভের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট অন্য উচ্চতায় পৌঁছেছে বলে মনে করেন বেঙ্গসরকার।

কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া দেশের সেরা ডিফেন্ডারের সঙ্গে কথা এটিকে-মোহনবাগানের!কেরালা ব্লাস্টার্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন হওয়া দেশের সেরা ডিফেন্ডারের সঙ্গে কথা এটিকে-মোহনবাগানের!

English summary
Dilip Vengsarkar speaks about the terrific batting ability of Sourav Ganguly
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X