For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোহলির হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ, কী বললেন মহারাজ

কোহলির হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ, কী বললেন মহারাজ
 

  • |
Google Oneindia Bengali News

বর্তমানের হয়ে ব্যাট ধরলেন প্রাক্তনী।

তুমুল সমালোচনার মধ্যেও আরো একবার ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির পাশে দাঁড়ালেন প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী। স্বভাবোচিত ভঙ্গিতেই জানালেন, অধিনায়ক হিসেবে আইপিএলে কোহলি আপাত ভাবে ব্যর্থ হলেও, বিশ্বকাপে এর প্রভাব পড়বে না। ওয়ান ডে-তে বিরাটের অধিনায়কত্বের রেকর্ড যথেষ্ট ভালো বলেই দাবি করেছেন বাংলার মহারাজ।

কোহলির হয়ে ফের ব্যাট ধরলেন সৌরভ, কী বললেন মহারাজ

এর আগেও কঠিন সময়ে অনুজের হয়ে একাধিকবার সওয়াল করেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক। বিরাটের মধ্যে তাঁর এবং মহেন্দ্র সিং ধোনির উত্তরসূরী হওয়ার দক্ষতা আছে বলে বরাবারই দাবি করে এসেছেন সৌরভ। তাই সদ্য শেষ হওয়া আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হতাশাজনক পারফরম্যান্সের পর ক্রিকেট বিশ্ব বিরাটের দিকে আঙুল তোলায় বিরক্তই হয়েছেন অফ সাইডের ভগবান। বরং রাফ অ্যান্ড টাফ কোহলির অধিনায়কত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ড বিশ্বকাপে ভাল ফল করবে বলেই আশা সৌরভ গাঙ্গুলীর।

অনেকের মতে, মহেন্দ্র সিং ধোনি ও রোহিত শর্মার মতো দুই বাঘা ব্যক্তিত্ব ভারতের বিশ্বকাপ দলে থাকায় স্নায়ুর চাপে ভুগতে পারেন অধিনায়ক বিরাট। তবে সৌরভ কিন্তু তা মনে করেন না। বরং ধোনি ও রোহিতের উপস্থিতিতে বিরাট বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করেন বাংলার মহারাজ। ওই দুই খেলোয়াড়ের অভিজ্ঞতা এবং পরামর্শ কঠিন সময়ে বিরাট কাজে লাগাতে পারবেন বলেই দাবি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়কের। একই সঙ্গে ইংল্যান্ড বিশ্বকাপে অল-রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া ভারতের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন বলে বিশ্বাস করেন সৌরভ গাঙ্গুলী।

English summary
Don't compare Kohli's IPL captaincy with his One-Day record, said Sourav
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X