For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইংল্যান্ডের দুই ক্রিকেট লেজেন্ডকে দেওয়া হল নাইটহুড, বিস্তারিত জানুন


 ইংল্যান্ডের ক্রিকেট লেজেন্ড জিওফ্রি বয়কট ও অ্য়ান্ড্রু স্ট্রসকে নাইটহুড দেওয়া হল। থেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় দুই প্রাক্তন ক্রিকেটারের নাম এই সম্মানের জন্য মনোনিত করেন।

  • |
Google Oneindia Bengali News

ইংল্যান্ডের ক্রিকেট লেজেন্ড জিওফ্রি বয়কট ও অ্য়ান্ড্রু স্ট্রসকে নাইটহুড দেওয়া হল। থেরেসা মে ব্রিটেনের প্রধানমন্ত্রী থাকার সময় দুই প্রাক্তন ক্রিকেটারের নাম এই সম্মানের জন্য মনোনিত করেন। ক্রিকেটে অসাধারণ কৃতিত্বের জন্য বয়কট ও স্ট্রসকে নাইটহুড দেওয়া হয়েছে।

নাইট বয়কট

নাইট বয়কট

১৯৬৪ থেকে ১৯৮২ পর্যন্ত ইংল্য়ান্ডের হয়ে ক্রিকেট খেলেন স্যার জিওফ্রি বয়কট। ১০৮টি টেস্টে ৪৭.৭২ গড়ে ৮১১৪ রান করেন তিনি। লাল বলের ক্রিকেটে ২২টি শতরান রয়েছে তাঁর। ইংল্য়ান্ডের হয়ে ৩৬টি একদিনের ম্যাচে ১০৮২ রান করেন স্যার জিওফ্রি বয়কট। একটি শতরানও রয়েছে ইংল্য়ান্ড লেজেন্ডের। ক্রিকেট ছাড়ার পর ধারাভাষ্যে জনপ্রিয়তা অর্জন করেন ৭৮ বছরের বয়কট। তাঁর কন্ঠস্বর এখনও ক্রিকেট প্রেমীদের কানে বাজে।

বিতর্কে বয়কট

বিতর্কে বয়কট

২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার ভিভ রিচার্ডস, গ্যারি সোবার্স, কার্টলে আম্ব্রোসের নাইটহুড পাওয়া নিয়ে মজার ছলে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন জিওফ্রি বয়কট। এর জন্য তাঁকে ক্ষমাও চাইতে হয়েছিল। ১৯৯৮ সালে প্রাক্তন প্রেমিকাকে হেনস্থা করার অভিযোগে স্যার জিওফ্রি বয়কটের তিন মাসের সাসপেন্ডেড জেল হয়।

নাইট স্ট্রস

নাইট স্ট্রস

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস দেশের হয়ে ১০০টি টেস্টে ২১টি সেঞ্চুরি সহ ৭০৩৭ রান করেছেন। ১২৭টি ওয়ান ডে ম্যাচে ৬টি সেঞ্চুরি সহ ৪২০৫ করেছেন স্যার অ্যান্ড্রু স্ট্রস। ২০০৯ (ইংল্যান্ড) ও ২০১০-১১ (অস্ট্রেলিয়া) মরশুমের অ্যাসেজ দক্ষিণ আফ্রিকা জাত স্ট্রসের নেতৃত্বেই জিতেছিল ইংল্যান্ড। লেজেন্ড মাইক গ্যাটিং-র পর অস্ট্রেলিয়ার মাটিতে এই নজির গড়ে দেখিয়েছিলেন স্যার স্ট্রস।

English summary
Geoffrey Boycott, Andrew Strauss has given knighthoods by British PM
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X