For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৪৮তম জন্মদিনে সৌরভের ১০টি সেরা ইনিংসে চোখ বুলিয়ে নেওয়া যাক

৪৮তম জন্মদিনে সৌরভের ১০টি সেরা ইনিংসে চোখ বুলিয়ে নেওয়া যাক

  • |
Google Oneindia Bengali News

দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৪৮তম জন্মদিন পালনে মেতেছেন দেশের ক্রিকেট প্রেমীরা। এই বিশেষ দিনে দেখে নেওয়া যাক ভারতীয় দলের জার্সিতে খেলা মহারাজের কয়েকটি স্মরণীয় ইনিংস।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩

শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩

১৯৯৯ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৮৩ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ১৭টি চার ও সাতটি ছক্কা দিয়ে সাজানো ছিল সেই ম্যারাথন ইনিংস।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪১

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪১

নাইরোবিতে হওয়া ২০০০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৪১ রানের অপরাজিত তথা অতি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ৯১ রানে ম্যাচ জিতেছিল ভারত।

ন্যাটওয়েস্ট ফাইনাল

ন্যাটওয়েস্ট ফাইনাল

ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডসে ভারতের ন্যাটওয়েস্ট ট্রফি ফাইনাল জয়ের জন্য মহম্মদ কাইফ এবং যুবরাজ সিং-কে কৃতিত্ব দেওয়া হলেও শুরুটা করেছিলেন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ই। ৪৩ বলে ৬০ রানের ঝড়ো ইনিংস খেলেছিলেন মহারাজ।

পাকিস্তানের বিরুদ্ধে ১৪১

পাকিস্তানের বিরুদ্ধে ১৪১

২০০০ সালে অ্যাডিলেডে হওয়া ত্রিদেশীয় ওয়ান ডে ম্যাচের সিরিজে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অধিনায়ক সচিন তেন্ডুলকর। নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৬৭ রান করেছিল টিম ইন্ডিয়া। বাকি রথি-মহারথিরা ব্যর্থ হলেও ওয়াসিম আক্রম, শোয়েব আখতার, সাকলিন মুস্তাক সম্বৃদ্ধ বোলিং আক্রমণের বিরুদ্ধে মারমুখী মেজাজে ১৪৪ বলে ১৪১ রান করেছিলেন মহারাজ।

মেলবোর্নে ৮২

মেলবোর্নে ৮২

২০০৩ সালে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অতি গুরুত্বপূর্ণ ওয়ান ডে ম্যাচ হারলেও টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের ৮৩ বলে ৮২ রানের লড়াকু ইনিংস ক্রিকেট প্রেমীদের মনের মণিকোঠায় সজ্জিত।

লর্ডসে ৯০

লর্ডসে ৯০

২০০৪ সালে লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায় নেতৃত্বাধীন ভারত। বোলিং সহায়ক উইকেটে রথি-মহারথিরা ব্যর্থ হলেও পিচ কামড়ে পড়েছিলেন শুধু মহারাজ। ১১৯ বলে ৯০ রানের ইনিংস খেলেছিলেন বিসিসিআই সভাপতি। লো-স্কোরিং ওই ম্যাচ জিতেওছিল ভারত।

ব্রিসবনে ১৪৪

ব্রিসবনে ১৪৪

২০০৩ সালে ব্রিসবনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফির প্রথম ম্যাচ খেলেছিল ভারতীয় ক্রিকেট দল। জেসন গিলেসপিদের আগুনে পেস এবং সুইংয়ের সামনে আত্মসমর্পণ করেছিলেন সচিন তেন্ডুলকর, রাহুল দ্রাবিড়ের মতো গ্রেটরা। কিন্তু অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সেদিন বুক চিতিয়ে লড়াই করেছিলেন। ১৪৪ রানের অনবদ্য ইনিংস খেলে সতীর্থদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন মহারাজ।

পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯

পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯

২০০৭ সালে কেরিয়ারের একদম শেষ লগ্নে টেস্ট ক্রিকেটে প্রথম দ্বিশতরান পেয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৯ রানের অনবদ্য ইনিংস খেলেছিলেন মহারাজ।

অভিষেকেই শতরান

অভিষেকেই শতরান

১৯৯২ সালে মাত্র এক ম্যাচ খেলার পরেই ভারতীয় দল থেকে বাদ পড়া সৌরভ গঙ্গোপাধ্যায় চার বছর পর ফের ফিরে এসেছিলেন। জাতীয় দলের হয়ে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন প্রিন্স অফ ক্যালকাটা। লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে ১৩১ রান করেছিলেন মহারাজ।

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াকু ৭৫

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে লড়াকু ৭৫

২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদেরই মাটিতে টেস্ট সিরিজ চলার সময় পোর্ট অফ স্পেনে ২২৭ বলে ৭৫ রানের নাছোড় ইনিংস খেলে ভারতের ভরাডুবি আটকেছিলেন মহারাজ।

English summary
Going through Sourav Ganguly's ten best international knock
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X