For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নিজের অভিষেক ওয়ান ডে ম্যাচে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া, তাঁর টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

২০১৬ সালের ১৬ অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সেই দিনের এক ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হার্দিক।

  • |
Google Oneindia Bengali News

২০১৬ সালের ১৬ অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম ওয়ান ডে ম্যাচ খেলেছিলেন অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। সেই দিনের এক ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন হার্দিক। তা দেখে উচ্ছ্বসিত হয়েছেন নেটিজেনরা।

নিজের অভিষেক ওয়ান ডে ম্যাচে ফিরলেন হার্দিক পাণ্ডিয়া, তাঁর টুইট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

পিঠে অস্ত্রোপচারের পর এই মুহূর্তে ক্রিকেটের বাইরে রয়েছেন অল রাউন্ডার হার্দিক পাণ্ডিয়া। কিন্তু ক্রিকেট থেকে যে দূরে থাকা তাঁর পক্ষে সম্ভব নয়, তা আরও একবার জানান দিলেন সোশ্যাল মিডিয়া সেনসেশন হার্দিক। টিম ইন্ডিয়ায় সুযোগ পাওয়া যে তাঁর কাছে কত বড় ব্যাপার এবং তিনি আবার সেই দলে স্বমহিমায় ফিরতে চান, তা বুঝিয়ে দিলেন গুজরাত তনয়।

তিন বছর আগের ১৬ অক্টোবর ভারতীয় ক্রিকেট দলের হয়ে প্রথম ওয়ান ম্যাচ খেলেছিলেন হার্দিক পাণ্ডিয়া। সেদিন লেজেন্ড কপিল দেব তাঁর মাথায় টিম ইন্ডিয়ার টুপি পরিয়েছিলেন। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করেছিলেন হার্দিকের কোনও সতীর্থ। সেই ছবি গচ্ছিত আছে ভারতীয় অল রাউন্ডারের মনের মণিকোঠায়। স্মৃতির সরণী বেয়ে সেদিনে ফিরে কপিল দেবের সঙ্গে তাঁর সেই ছবিই টুইটারে পোস্ট করেছেন পাণ্ডিয়া। ছবির ওপরে লিখেছেন, ভারতীয় দলের হয়ে তাঁর এত দিনের যাত্রা তিনি উপভোগ করেছেন। দেশের অন্যান্য ক্রিকেটারের মতো তিনিও ছোট থেকে টিম ইন্ডিয়ার হয়ে খেলার স্বপ্ন দেখতেন বলে জানিয়েছেন হার্দিক। সেই স্বপ্ন পূরণ হওয়ায় তিনি ধন্য বলেও লিখেছেন ভারতীয় অল রাউন্ডার।

<blockquote class="twitter-tweet blockquote"><p lang="en" dir="ltr">Taking a moment to remember my ODI debut three years ago today ... what a memorable journey it's been so far with <a href="https://twitter.com/hashtag/TeamIndia?src=hash&ref_src=twsrc%5Etfw">#TeamIndia</a>. Every time I step onto the field, I realize a dream I had as a kid to play for my country.. there's no greater honour for me 🇮🇳❤ <a href="https://t.co/myD4nwMLJL">pic.twitter.com/myD4nwMLJL</a></p>— hardik pandya (@hardikpandya7) <a href="https://twitter.com/hardikpandya7/status/1184361213141979136?ref_src=twsrc%5Etfw">October 16, 2019</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

উল্লেখ্য, পিঠে চোট পাওয়া হার্দিক পাণ্ডিয়াকে অস্ত্রোপচারের জন্য লন্ডনে পাঠায় বিসিসিআই। গত ২ অক্টোবর সেখানে তাঁর অস্ত্রোপচার হয়। সুস্থ হয়ে দ্রুত ক্রিকেটে ফিরতে যে হার্দিক বদ্ধপরিকর, তা কিন্তু স্পষ্ট।

English summary
Hardik Pandya feels nostalgic on his one day debut day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X