For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অধিনায়ক কোহলি পেলেন বিরাট তারিফ! ধোনি-প্রসঙ্গ টেনে দাদা জানালেন ভাল দল গড়ার রেসিপি

কঠিন সময়ে এমএস ধোনিকে সমর্থন করার জন্য বিরাট কোহলির দারুণ প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

  • |
Google Oneindia Bengali News

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সদ্য সমাপ্ত একদিনের ম্যাচের সিরিজে সময়টা দারুণ গিয়েছে মহেন্দ্র সিং ধোনির। ৩ ম্যাচে ১৯৪ রান পেয়েছেন তিনি, গড়ও ১৯৪। শেষ দুই ম্যাচে দলকে জেতানোর সুবাদে তাঁকেই সিরিজের সেরা বাছা হয়েছে। কিন্তু, ছবিটা কয়েক দিন আগেও এতটা আনন্দের ছিল না ৩৭ বছরের প্রাক্তন ভারত অধিনায়কের জন্য। গোলাপের বদলে কাঁটাই বেশি ছিল তাঁর পথে।

এমনকী অস্ট্রেলিয়ায় প্রথম ম্যাচে ভারতের হারের অন্যতম কারণ হিসেবে সমর্থকরা ধোনির ৯৬ বলে ৫১ রানের ইনিংসকে চিহ্নিত করেছিলেন। ২০১৮ সালটা ছিল তাঁর কেরিয়ারের সবচেয়ে খারাপ বছর। বারে বারে তাঁকে বাদ দেওয়ার প্রসঙ্গ উঠেছে। কিন্তু অধিনায়ক কোহলি কিন্তু বরাবরই ধোনির পাশে ছিলেন।

আর এই খারাপ সময়ে সমর্থন জোগানোর প্রশ্নেই নেতা বিরাট কোহলিকে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়কদের অন্যতম সৌরভ গঙ্গোপাধ্যায়। কোহলির হাতেই ভাল দল গড়ে উঠবে - বলে আস্থাও রেখেছেন তিনি।

কোহলি-ধোনি সম্পর্ক

কোহলি-ধোনি সম্পর্ক


এক টিভি চ্যানেলে দেওয়া সাক্ষাতকারে সৌরভ জানিয়েছেন, কোহলি ও ধোনি দুজনে একসঙ্গে ভারতের হয়ে বহু ম্যাচ খেলার ফলে একে অপরের খেলা সম্পর্কে ওয়াকিবহাল। তবে সৌরভ জানিয়েছেন, দুজনের সম্পর্কের রসায়নে লক্ষ্যণীয় হল, গত এক বছর ধরে ধোনিকে নিয়ে চারিদিকে কথা উঠলেও কোহলি তাঁর প্রাক্তন অধিনায়কের পাশে থেকেছেন। এর থেকেই পারস্পরিক শ্রদ্ধাবোধের বিষয়টা বোঝা যায়।

খুব বেশি দেখা যায় না

খুব বেশি দেখা যায় না

কোহলিকে বহুবার ধোনিকে নিয়ে অস্বস্তিকর প্রশ্নের মুখে পড়তে হয়েছে। কিন্তু প্রতিবারই কোহলি নিশ্চিত করে জানিয়েছেন ধোনি বড় খেলোয়াড় এবং তাঁর দলের অন্যতম শক্তি। দাদার মতে, খুব বেশি অধিনায়কের মধ্যে দলের খেলোয়াড়দের এতদূর সমর্থন করতে দেখা যায় না। এই কারণেই বিরাটের উচ্চকিত প্রশংসা করেছেন ভারতের আরেক প্রাক্তন অধিনায়ক।

২০১৮ সালে ধোনি

২০১৮ সালে ধোনি

গত এক বছরে ধোনি একেবারেই ফর্মে ছিলেন না। ২০টি একদিনের ম্যাচে মাত্র ২৭৫ রান করতে পেরেছিলেন, গড় ছিল ২৫-এর সামান্য বেশি।

ভাল দল গড়ার রেসিপি

ভাল দল গড়ার রেসিপি

সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, কোহলি যেভাবে ধোনির উপর আস্থা অটুট রেখেছেন, এই ভাবেই ভাল দল গড়ে ওঠে। তিনি আরও জানান যদি খেলোয়াড়ের নিজেদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ না থাকে তাহলে কখনও কোনও দল সেরা হয়ে উঠতে পারে না।

দাদার সমর্থন

দাদার সমর্থন

ভারতের অধিনায়ক থাকাকালীন সৌরভ গঙ্গোপাধ্যায়কেও সবসময় দলের ক্রিকেটারদের পাশে থাকতে দেখা গিয়েছে। সতীর্থদের সমর্থনে দল নির্বাচনের সময় সবসময়ই গলা ফাটাতেন তিনি। যুবরাজ সিং, জাহির খান, সেওয়াগদের মতো তরুণদের যেমন তুলে এনেছিলেন, তেমনই অবসর ভাঙিয়ে ফিরিয়ে এনেছিলেন জাভাগাল শ্রীনাথের মতো সিনিয়রদেরও।

English summary
Sourav Ganguly has said that he admires Virat Kohli for backing MS Dhoni through tough times.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X